আপনজন ডেস্ক: অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সহ-সভাপতি এবং কচোছা শরীফের গদ্দিনশীন হযরত মাওলানা সৈয়দ ফখরুদ্দিন আশরাফ শুক্রবার উত্তরপ্রদেশের আম্বেদকর জেলার কচোছা শরীফে ইন্তেকাল করলেন। (ইন্না লিল্লাহি...)। সৈয়দ ফখরুদ্দিন আশরাফ হযরত মখদুম আশরাফের পরিবারের অন্তর্ভুক্ত। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। তারপর আম্বেদকর নগরের স্থানীয় আদালতে আইনজীবী হিসাবে প্র্যাকটিশ করেন। পরে কচোছা দরগার গদ্দিনশিন হিসাবে দায়িত্ব পালন করেন। সৈয়দ জাফরুদ্দিন আশরাফের মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হন। তিনি প্রায় ১৫ বছর অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রী শামশ আল-নিসা রেখে গেছেন। শুক্রবার বাদ আসর তার নামাজ-এ জানাজা ও দাফন সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct