নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই কার্যত একের পর এক বিপর্যয়ের মুখে পড়ে চলেছে বঙ্গ বিজেপি। নিত্যদিন দলের নেতা থেকে কর্মীরা দল ছাড়ছেন। মাঝে মধ্যেই সেই জার্সি বদলের ঘটনায় দেখা যাচ্ছে বঙ্গ বিজেপির সাংসদ ও বিধায়কদের। দলের রাজ্য স্তরের শীর্ষ নেতাদের সভায় লোক হচ্ছে না। মিছিলে হাঁটার লোক মিলছে না। বুথে দেখা মিলছে না কর্মীদের। অজস্র জায়গায় বুথ কমিটিও গঠন করা যায়নি। কোথাও কোথাও তো আবার দলের কার্যালয় খুলে বসা বা এলাকায় পতাকা লাগাবার লোকও মিলছে না। কার্যত রাজনৈতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছে বঙ্গ বিজেপি। সেই বিপর্যয়ের মধ্যেই কার্যত গোদের ওপর বিষফোঁড়া হয়ে দেখা দিল অর্থনৈতিক বিপর্যয় । প্রায় ৫০ কোটি টাকা ওভার ড্রাফট হয়ে গিয়েছে বঙ্গ বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। পরিস্থিতি এতটাই জটিল যে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিজেপির অ্যাকাউন্ট থেকে টাকা তোলা আপাতত বন্ধ করে দিয়েছে।জানা গিয়েছে, বঙ্গ বিজেপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বা পিএনবি-তে। দলের বিভিন্ন শাখার অ্যাকাউন্টও এখানেই। বুধবার ও বৃহস্পতিবার টাকা তোলার সময় বিপত্তি ধরা পড়ে। যারা দলের হয়ে টাকা তুলতে গিয়েছিলেন তাঁদের ব্যাঙ্ক জানিয়ে দেয়, এখন টাকা তোলা যাবে না। এরপর সিনিয়র নেতারা খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, ব্যাঙ্কে ৫০ কোটি টাকা ওভার ড্রাফট হয়ে রয়েছে। ফলে আর টাকা তোলা যাবে না। এই বিষয়টি সত্যি কি না জানার জন্য আরও দুই নেতা ফোন করেন। একই উত্তর পাওয়া যায়। এরপর বিষয়টা দিল্লিতে বি এল সন্তোষ-সহ নেতৃত্বকে জানায় বঙ্গ বিজেপি নেতৃত্ব। সূত্রে জানা গিয়েছে, এই পরিস্থিতি কাটিয়ে উঠতে দিল্লি কথা বলছে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সঙ্গে।অন্যদিকে ব্যাঙ্ক সূত্রে খবর, একটি বড় পরিমাণ ওভার ড্রাফট হয়ে আছে বঙ্গ বিজেপির অ্যাকাউন্টে। সেটি পূরণ করতে বলা হয়েছে দলের নেতৃত্বকে। এদিকে, এই খরচের বিষয়টি নিয়ে বিজেপি মহলে তুমুল চর্চা চলছে। কোন জেলা, কোন শাখায় কত খরচ, সেখানে কোন কর্মসূচি হয়েছে, সাংগঠনিক অবস্থা কেমন, এগুলির খোঁজ নিচ্ছে দিল্লি। দিল্লির সূত্র বলছে, কেন ব্যাঙ্ক টাকা দেওয়া বন্ধ করল, ঠিক কত টাকা ওভার ড্রাফট হয়ে আছে বা আসল সমস্যা কী, সব খোঁজ চলছে। যা করণীয় দল করবে। কার জন্য এহেন পরিস্থিতি তৈরি হল সেটাও খতিয়ে দেখা হচ্ছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct