নিজস্ব প্রতিনিধি, কলকাতা, আপনজন: মহার্ঘ্য ভাতা নিয়ে আন্দোলন শুরু করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। তাঁদের দাবি, ৩ শতাংশ হারে নয়, কেন্দ্রের মতো ৩৮ শতাংশ হারে ডি এ দিতে হবে। এই একই বিষয়ে সুপ্রিম কোর্টেও মামলা চলছে। সেখানে বৃহস্পতিবার শুনানিও ছিল। সেই শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী অরুণাভ ঘোষ শীর্ষ আদালতকে এদিন জানিয়ে দিয়েছেন, ডি এ অধিকার নয়। সেটা অনুদান। যা রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য প্রদান করে রাজ্য সরকার। আর অনুদান কীভাবে অধিকার হবে? যারা ডি এ-কে অধিকার বলে দাবি করছেন তা আদতে মিথ্যা দাবি’। এই দাবিদাওয়ার মাঝেই আজ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মচারীরা যে ধর্মঘট ডেকেছেন, তা কড়া হাতে মোকাবিলা করতে এদিন বিজ্ঞপ্তি জারি করে দিল নবান্ন। তাতে বলে দেওয়া হয়েছে আজ যারা অফিসে পূর্ণ সময় হাজিরা থাকবেন না বা দেবেন না তাঁদের চাকরিতে তা সার্ভিস ব্রেক হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে শো কজ নোটিশ জারি করা হবে। ঠিক কী বলা হয়েছে বিজ্ঞপ্তিতে? রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থের তরফে দেওয়া ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আজ রাজ্যের সব সরকারি অফিস এবং সরকার পোষিত সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখতে হবে। আজকের জন্য আগে থেকে যদি কেউ ক্যাজুয়াল লিভ বা অন্য কোনও ধরনের ছুটি নিয়ে থাকেন তো সেই ছুটি বাতিল করা হচ্ছে। সেই সঙ্গে আজ যদি কেউ পূর্ণ দিন বা অর্ধ দিবস অফিসে না থাকেন তাহলে তা তাঁর চাকরি জীবনের সার্ভিস ও হিসাবে ধরে নেওয়া হবে। সেই সঙ্গে তাঁর উর্ধ্বতন কর্তৃপক্ষ তাঁকে শো কজ নোটিশ ধরিয়ে তাঁর কাছ থেকে জানতে চাইবে কেন তাঁর বিরুদ্ধে কোনওরকম পদক্ষেপ নেওয়া হবে না! যারা আজ অনুপস্থিত থাকবেন তাঁদের ওইদিনের বেতন তো দেওয়া হবেই না প্রয়োজনে সরকার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। শোকজের জবাব না দিলেও কড়া পদক্ষেপ নেওয়া হবে। তবে যারা আগে থেকেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, বা আকস্মিক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন, কিংবা বাড়ির কেউ যদি আকস্মিক ভাবে অসুস্থ হয়ে পড়েন তাহলে মেডিকেল কাগজপত্র দেখে তাঁদের ছাড় দেওয়া হবে। সেই সঙ্গে এই নোটিসের আওতায় বাইরে থাকবেন সেই সব কর্মচারীরা যারা আগে থেকেই Child Care Leave, Maternity Leave, Medical Leave বা Earned Leave-এ আছেন। অন্যদিকে মূলত বামপন্থী সরকারি কর্মচারিরা ধর্মঘট ডাকলেও তাতে সামিল হচ্ছেন না শাসক দললের অনুগামীরা। আর সেই কারণেই তৃণমূল সমর্থিত শ্রমিক তথা কর্মী সংগঠনগুলি আজ তাঁদের সদস্যদের কাজে পূর্ণ সময়ের যোগদানের বার্তা দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, আজ ওই সব শ্রমিক ও কর্মীরা এক ধরনের বিশেষ ব্যাচ বুকে জামার সঙ্গে লাগিয়ে কাজে যোগদান করবেন। এদিন তাঁদের সকলের হাতে সেই ব্যাচ পৌঁছে দেওয়া হয়েছে। তাতে লেখা থাকছে, ‘Work Must Go On’।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct