সাদ্দাম হোসেন মিদ্দে, ভাঙড়, আপনজন: দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ভাঙড় উত্তর চক্রের কচুয়া উচ্চ বিদ্যালয়ে ভোট ছাড়াই নতুন পরিচালন সমিতির গঠিত হল। পরাজয় নিশ্চিত জেনেই ভোট করেনি শাসক দল, কটাক্ষ আইএসএফ নেতার। বৃহস্পতিবার নতুন কমটি আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করে। নতুন কমিটিতে পুনরায় সভাপতির দায়িত্ব পেয়েছেন সাইফুল ইসলাম। নতুন কমিটিতে সম্পাদক নির্বাচিত হয়েছেন ২ জন। দুই যুগ্ম সম্পাদক হলেন মাহফুজুর রহমান রিনকু ও আজহার উদ্দিন মোল্লা। এদিন উপস্থিত ছিলেন স্থানীয় চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান আবেদ আলি সরদার, প্রধান শিক্ষক বিপ্লব গোস্বামী, পঞ্চায়েত সদস্য আজগার আলি প্রমুখ। ভোট ছাড়াই কমিটি গঠন সম্পর্কে জানতে চাওয়া হলে ভাঙড়ের আইএসএফ নেতা রাইনুর হক আপনজন প্রতিনিধিকে বলেন, ভোট হলে তৃণমূল আইএসএফের কাছে পরাজিত হত। সেই ভয়ে তৃণমূল ভোট ছাড়াই নিজের মতো করে কমিটি গঠন করেছে। এবিষয়ে তৃণমূল কংগ্রেসের কারও প্রতিক্রিয়া নেওয়া সম্ভব হয়নি আপনজন প্রতিনিধির পক্ষে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct