সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: রেলের ‘গুডস শেড’ পরিদর্শনে গিয়ে এবার স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়লেন বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত, পৌরপ্রধান অলকা সেন মজুমদার সহ অন্যান্যরা। বৃহস্পতিবার বাঁকুড়া রেলওয়ে স্টেশন এলাকায় ঐ গুড শেডে গেলে তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। এমনকি পুলিশের সঙ্গে স্থানীয়রা বচসায় জড়িয়ে পড়েন এমন ছবিও ধরা পড়লো উপস্থিত সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। প্রসঙ্গত, রেলের গুড শেড অন্যত্র সরানোর দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলনে নেমেছেন বাঁকুড়া স্টেশন এলাকার মানুষ। আন্দোলনকারীদের অভিযোগ, প্রতিদিন বড়জোড়া থেকে কয়লা বোঝাই লরি বাঁকুড়ার ঐ গুডস শেডে এসে পৌঁছায়। সেখান থেকে রেলের মালবাহি গাড়িতে বিভিন্ন গন্তব্যে পাঠানো হয়। ঘন জনবসতিপূর্ণ এলাকার মধ্যে ঐ গুডস শেড থাকায় কয়লার কালো গুড়োতে এলাকা ভরে যাচ্ছে। অসুস্থ হয়ে পড়ছেন শিশু বৃদ্ধ থেকে সকলেই। এছাড়াও শ্বাস কষ্টের সমস্যায় ভূগছেন অনেকেই। এই অবস্থায় রেলের ঐ গুড শেড অন্যত্র সরানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন বলেই জানিয়েছেন। উপস্থিত বাঁকুড়া পৌরসভার উপ পৌরপ্রধান হীরণ চট্টরাজ, এলাকার মানুষের অভিযোগ পেয়ে আমরা সরজমিনে তদন্তে এসেছি। কয়লা সরবরাহ নিয়মিত রাখতে হবে, সঙ্গে দূষণ নিয়ন্ত্রণেও ব্যবস্থা গ্রহণে করতে হবে বলে তিনি জানান। বাঁকুড়া সদর মহকুমা শাসক সুশান্ত কুমার ভক্ত বলেন, তিন বছর ধরে এখানে এই কাজ চলছে। দূষণ ছড়ানো নিয়ে কোন সন্দেহ নেই। আপাতত পর্যাপ্ত জলের ব্যবস্থা করা হচ্ছে, উইণ্ড স্ক্রিন লাগানো হবে, রেলের ডি.আর.এমের সঙ্গে এবিষয়ে বৈঠকও হবে। তবে এই গুড শেড অন্যত্র সরানোর ব্যবস্থা করার অধিকার তাদের হাতে নেই বলে তিনি জানান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct