নিজস্ব প্রতিবেদক, নিউ টাউন, আপনজন: স্কুলের মিড ডে মিলের আহারে অতিরিক্ত ফল এবং মাংসের যোগানের পাশাপাশি সরকারি স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারদের দিয়ে নিয়মিত চেক আপের বন্দোবস্ত করা হয়েছে মাদ্রাসায়। বৃহস্পতিবার রাজারহাট রেকজোয়ানি স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা বি এফ জে সিনিয়র মাদ্রাসার শিক্ষার্থীদের এ ধরনের এক স্বাস্থ্য পরীক্ষা শিবিরি অনুষ্ঠিত হয়। তাতে হাজির হয়ে উপস্থিত থেকে সবরকমের সহযোগিতা করেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ। ছিলেন ডাক্তার সুশান্ত রায়, সোমচিত্তা পাত্র, সোমনাথ প্রমুখ।এছাড়া এদিনের এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুখ্য সম্প্রসারক মাওঃ মোহিত আলী, পীরজাদা আজগার আলী, আনসার আলী, মাসুম বাখতেয়ারি, শিক্ষক আবুল কালাম, সানাউল্লাহ সহ আরও অনেকে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct