আপনজন ডেস্ক: রমজানের আগেই পরিবর্তন করা হয়েছে জান্নাতি পাথর ‘হাজরে আসওয়াদ’ ঘেরা অ্যাম্বয়ডারি করা কাপড়টি। কমপ্লেক্সের সবচেয়ে প্রতিভাবান এবং দক্ষ কারিগরদের মধ্য থেকে ছয়জন কর্মী সোনার রিড থ্রেড দিয়ে অ্যাম্বয়ডারি করা কাপড় প্রতিস্থাপন করেন। কাজটি করতে তাদের সময় লেগেছে মাত্র ২০ দিন। হাজরে আসওয়াদ স্পর্শ এবং চুম্বন করতে ওমরা হজ যাত্রীদের যাতে সমস্যায় পড়তে না হয় সে বিষয়টি মাথায় রেখে কাপড়টি পরিবর্তন করতে এতদিন সময় লাগে। কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের ডেপুটি প্রধান ইঞ্জিনিয়ার আমজাদ আল হাজমি বলেন, হাজরে আসওয়াদ বা কালো পাথরে যে কাপড়টি প্রতিস্থাপন করা হয়েছে তার কারুকার্যটি অত্যন্ত নিখুঁতভাবে করা হয়েছে। এতে খরচ হয়েছে ২২ মিলিয়ন সৌদি রিয়াল।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct