আপনজন ডেস্ক: আসন্ন পবিত্র রমজান মাসে মসজিদে নববীতে নারীদের ইফতার ও অন্যান্য ইবাদতের সুবিধার জন্য এখন থেকে প্রাথমিক প্রস্ততি নেয়া শুরু হয়েছে। এর মাধ্যমে রমজান মাসে মসজিদে নববীতে ইবাদত পালনের ক্ষেত্রে নারীদের প্রদত্ত সবধরনের সেবার মান উন্নয়ন করা উদ্দেশ্য। মসজিদে নববীতে নারীদের সেবা বিষয়ক সহকারী সেক্রেটারি, হানান আল-আরাভি এ বিষয়টি নিশ্চিত করেছেন বলে আল আরাবিয়ার খবরে বলা হয়েছে। তিনি মসজিদে নববীতে নারীদের ইফতার ও জিয়ারতের শর্ত, নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জানিয়েছেন। আল-আরাভি সেবার মান বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি মসজিদে নববীতে নারীদের পরিষেবা প্রদানে অবদান রাখা সেক্টর এবং অলাভজনক সংস্থাগুলোর সমন্বিত ভূমিকার প্রশংসা করেছেন। মসজিদে নববীতে আসন্ন রমজানে রোজাদার নারীদের জন্য সরবরাহ করা ইফতার ও খাবার প্যাকেটের সংখ্যা প্রায় ১২ লাখ ২৮ হাজার ৫০০ পর্যন্ত পৌঁছবে বলে আশা করা হচ্ছে। রমজানে মসজিদে নববীতে নারীদের সেবার কাজ তত্ত্বাবধায়নের জন্য ২২ জন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। রোজাদার নারীদের সেবা প্রদান করার জন্য নিয়োজিত থাকবেন ৫২৪ জন নারী স্বেচ্ছাসেবক। মসজিদে নববীতে রমজানে নারীদের জিয়ারত বিষয়ক ব্যবস্থাপনা পারফরম্যান্স সিস্টেম বিকাশের জন্য একটি কর্মশালার আয়োজন করা হয়েছে বলে খবরে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct