আপনজন ডেস্ক: রাজ্যের সরকার পোষিত স্কুলে শিক্ষক ও চতুর্থ শ্রেণির পদে নিয়োগে দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশে বহু জনের চাকরি গিয়েছে। সেই সঙ্গে নিয়োগ দুর্নীতি তদন্তে ওএমআর শিটের গরমিলের সন্ধান মিলেছিল। এবার নবম-দশম শ্রেণির সি গ্রুপের চাকরি পরীক্ষায় ওএমআর শিটে ব্যাপক গরমিলের ঘটনা সামনে এল। গত শুক্রবার এই নিয়োগ মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এক নির্দেশ জারি করে বলেছিলেন, স্কুল সার্ভিস কমিশনকে ৯ মার্চের মধ্যে গ্রুপ সি-র সন্দেহজনক ওএমআর শিট পরীক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই সেই তালিকা প্রকাশ করে দিল স্কুল সার্ভিস কমিশন।এসএসসি নিজেদের ওয়েবসাইটে যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, মোট ৩,৪৭৭ জনের ওএমআর শিট পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩,১১৫ জনের ওএমআরেই গোলমাল ধরা পড়েছে। যদিও ৩৬২ জনের ওএমআর শিটে কোনও বিকৃতি করার প্রমাণ পাওয়া যায়নি। উল্লেখ্য, ২০১৬-এর গ্রুপ সি পদের আরএলএসটি পরীক্ষায় যে সমস্ত চাকরিপ্রার্থী বসেছিলেন তাদের অনেকের ওএমআর শিটে গরমিল রয়েছে অভিযোগ তুলে হাই কোর্টে মামলা হয়েছিল। সেই মামলায় আদালতের নির্দেশ অনুযায়ী এসএসসি যে ওএমআর শিট প্রকাশ করেছে তাতে গোলমাল স্পষ্ট হয়ে ওঠায় আরও অস্বস্তিতে পড়ল রাজ্য সরকার। খতিয়ে দেখতে বসে স্কুল সার্ভিস কমিশন। এসএসসি সূত্রে খবর, তারা মোট ৩,৪৭৭টি ওএমআর শিট পরীক্ষা করে দেখেছে। তার মধ্যে ৩,১১৫ জনের ওএমআর শিটে গরমিল দেখতে পাওয়া গিয়েছে। বাকি ৩৬২টি ওএমআর শিটে কোনও গরমিল নেই। আদালতের নির্দেশেই ওই ৩১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, ৩,১১৫ জনের মধ্যে এ রকম ৭০-৮০ জন রয়েছেন যাঁদের নম্বর কমানো হয়েছিল। এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ‘‘আদালতের নির্দেশে তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কী পদক্ষেপ হবে তা আদালত জানাবে।’’
গত শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, আড়ালে থাকা এবং নম্বর কারচুপি করা উত্তরপত্রগুলিকে অবিলম্বে এসএসসিকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। এ কাজ সম্পূর্ণ করতে এসএসসিকে সময়ও বেঁধে দেন বিচারপতি। জানান, ৯ মার্চের মধ্যে গ্রুপ সি-র সন্দেহজনক ওএমআর শিট পরীক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে আপলোড করতে হবে। সেই অনুযায়ী বৃহস্পতিবার বিকেলেই সেই তালিকা প্রকাশ করে দিল এসএসসি। এর আগে নবম-দশম এবং গ্রুপ ডি চাকরির ক্ষেত্রে ওএমআর শিট যাচাই করে চাকরি বাতিল হয়েছিল বহু লোকের। এ বার গ্রুপ সি পদেও কি একই ভাবে চাকরি হারাবেন তিন হাজারেরও বেশি মানুষ? প্রশ্ন এখন সেটাই। আদালতের নির্দেশে ২০১৬ গ্রুপ সি নিয়োগের OMR শিট প্রকাশ করল SSC. বৃহস্পতিবার বিকেলে ৩,৪৭৭ জনের ওএমআর শিট প্রকাশ করা হয়েছে SSC-র ওয়েবসাইটে। তার মধ্যে ৩,১১৫ জনের ওএমআর শিটেই কারচুপি হয়েছে। ৩৬২ জনের ওএমআর শিটে কোনও কারচুপি হয়নি বলে জানিয়েছে SSC. ২০১৬ গ্রুপ সি নিয়োগে ওএমআর শিটে কারচুপি হয়েছিল বলে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় ৩,৪৭৭টি ওএমআর শিট SSC-কে ফের পরীক্ষা করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর পর যে সমস্ত ওএমআর শিটে কারচুপি হয়েছে তাদের তালিকা ৯ মার্চের মধ্যে প্রকাশ করার নির্দেশ দেয় আদালত। সেই নির্দেশ মেনে ৩,১১৫ জনের নামের তালিকা প্রকাশ করেছে SSC. সূত্রের খবর, এদের মধ্যে অন্তত ৭০ জনের নম্বর কমানো হয়েছে। গত সপ্তাহেই আদালতে এই দুর্নীতির কথা উত্থাপিত হয়েছিল। SSC-র তালিকা প্রকাশিত হতেই ফের বড় সংখ্যায় দুর্নীতিবাজদের চাকরি হারানো অবধারিত বলে মনে করছেন অনেকে। তেমনটা হলে এবার সংখ্যা ৩০০০ এর কাছাকাছি হতে পারে বলে মনে করছেন অনেকে। তবে গোটা বিষয়টিই নির্ভর করছে কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপরে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct