জয়প্রকাশ কুইরি, পুুরুলিয়া, আপনজন: পুরুলিয়ার বাঘমুন্ডি ব্লকের তুন্তুরী সুইসা অঞ্চলের সুইসা ফাঁড়ির অন্তর্গত তুন্তুরী গ্রামের এক বিধবা মহিলার বাড়িতে ভয়াবহ আগুন। মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎই আগুন লেগে যায়।মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের শিখা দেখতে পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ওই গ্রামের বেশ কয়েকজন যুবক।পাড়া প্রতিবেশীরা জানান, প্রায় ডের ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।যদিও এই ঘটনায় কেউ হতাহত হয়নি।তবে বাড়ির আবাসপত্র পুড়ে যায়।প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা ঊর্মিলা ঘোষ জানান, সন্ধ্যায় যখন তারা বাড়ির বাহিরে ঠিক সেই সময় ঘরে আগুন লেগে যায়। বাড়ির মধ্য থাকা কোন কিছুই বার করতে পারেননি। পুড়ে যায় সমস্ত আসবাবপত্র সহ বাড়ির মধ্য থাকা সমস্ত কিছু।এছাড়া তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য জমিয়ে রাখা প্রায় তিরিশ হাজার টাকাও পুড়ে যায়।এছাড়া আগামীকাল কি করে খাবার খাবেন তাও বাড়ির মধ্য নেই।সে নিয়ে চিন্তিত পরিবারের সকলেই।সংবাদ মাধ্যমে প্রশাসনের কাছে করজোড়ে আহ্বান জানান।ওপর দিকে,ওই গ্রামের শিক্ষক তথা বিশিষ্ট সমাজসেবী দেব নীলকণ্ঠ কুইরী,ওই বিধবা মহিলার কেউ নেই।তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।তাদের সমস্ত কাগজ পত্র তো পুড়ে ছার খার হয়ে গেছে।এছাড়া বলতে গেলে বাড়ির সর্বস্ব পুড়ে ছার খার হয়ে গেছে। তাই প্রশাসনের কাছে করজোড়ে আহ্বান জানান যাতে এই বিধবা মহিলা কিছু আর্থিক সাহায্যে পাই। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুইসা ফাঁড়ির পুলিশ ও তদন্তও শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct