আপনজন ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ দলের সহকারী কোচের দায়িত্ব পেলেন স্যামুয়েল বদ্রি। দক্ষিণ আফ্রিকা সফরে সীমিত ওভারের সিরিজে ক্যাবীয় দলের এ দায়িত্ব সামলাবেন সাবেক লেগ স্পিনার। খেলোয়াড়ি জীবন শেষে ধারাভাষ্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দলে স্পিন পরামর্শক হিসেবেও কাজ করছিলেন স্যামুয়েল বদ্রি। টেস্ট সিরিজ শেষে আগামী ১৬ই মার্চ শুরু হবে দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ সীমিত ওভারের সিরিজ। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। বদ্রি এর আগে জাতীয় দলের ও আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের স্পিন বোলিং পরামর্শক হিসেবে কাজ করেছেন। ৪২ বছর বয়সী সাবেক লেগ স্পিনার বলেন, ‘স্পিন পরামর্শক হিসেবে আগের যে দায়িত্ব, সেটিরই ধারাবাহিকতা ও আরেকটু বিস্তৃত দায়িত্ব এটি। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে মুখিয়ে আছি আমি। ওদের কয়েকজনের সঙ্গে আমি খেলেছি, প্রায় সবাইকে খুব ভালোভাবে চিনি। দক্ষিণ আফ্রিকায় চ্যালেঞ্জিং সফরে নিজেদের মেলে ধরতে চাই আমরা।’ খেলোয়াড়ি জীবনে বদ্রি ছিলেন ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্পেশালিস্ট। ওয়েস্ট ইন্ডিজের ২০১২ ও ২০১৬ বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ৬ বছরের ক্যারিয়ারে টি-টোয়েন্টি খেলেছেন ৫২টি। অন্য কোনো সংস্করণে জাতীয় দলে তাকে দেখা যায়নি।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct