জিয়াউল হক, ফুরফুরা, আপনজন: ফুরফুরা শরীফ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমকে সরিয়ে দেওয়া হল। নতুন চেয়ারম্যানের দায়িত্ব পেলেন আদি সপ্তগ্রামের তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত। আর সেই দায়িত্ব পাওয়ার পর বুধবার প্রথম ফুরফুরায় এলেন তপন দাশগুপ্ত। তার সঙ্গে যোগ দেন বিদায়ী চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তারা এদিন পীরজাদা ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন। মন্ত্রী ফিরহাদ হাকিমও আসেন সন্ধা সাড়ে সাতটা নাগাদ। ত্বহা সিদ্দিকীর সঙ্গে কুশল বিনিময় করে ফিরহাদ হাকিম বলেন, তৃণমূল ধর্মনিরপেক্ষ দল। তাই তারকেশ্বর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ফিরহাদ হাকিমকে করে, আর ফুরফুরা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তপন দাশগুপ্তকে করে যিনি হুগলির ভূমিপুত্র। ফলে ফুরফুরায় এসে উন্নয়ন কাজে সুবিধা হবে। আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, তাই সিনিয়র একজনকে দায়িত্ব দেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। নওয়াশ প্রসঙ্গে বলেন, নওশাদ আমার ভাইয়ের মতো। সব পীরজাদাই আমাদের কাছে সম্মানীয়। তপন দাশগুপ্ত বলেন, দায়িত্ব পাওয়ার পর আজই প্রথম ফুরফুরায় এলাম। প্রথমে ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করলাম। এরপর সব পীরজাদার সঙ্গেই দেখা হবে। ফুরফুরার উন্নয়ন নিয়ে কথা হবে। তবে ফিরহাদের নেতৃত্বে ফুরফুরায় অনেক কাজ হয়েছে বলে তিনি জানান। এদিন ফিরহাদ ও তপন দাশগুপ্ত ছাড়াও মাদ্রাসা শিক্ষক নেতা একেএম ফারহাদও ত্বহা সিদ্দিকীর সঙ্গে দেখা করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct