আপনজন ডেস্ক: পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও ছেলের পিটুনিতে আব্দুল মালেক (৫২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের পারুয়ারা গ্রামে। ঘাতক ছেলে সেলিম (৩৫) বৃদ্ধ মালেকের তৃতীয় ছেলে এবং জোছনা বেগম (৫০) মালেকের স্ত্রী। বৃদ্ধকে তার ছেলে ও স্ত্রী মিলেই মেরেছে, তা জানিয়েছেন বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাঈল হোসেন। তিনি বলেন, 'বৃদ্ধ মালেকের ৬ ছেলের মধ্যে সেলিম তৃতীয়। সে কিছুদিন আগে বিদেশ থেকে দেশে ফিরেছে। দেশে ফেরার পর থেকেই বাবার ওপর পারিবারিক কারণে ক্ষিপ্ত ছিলেন সেলিম। মঙ্গলবার বিকেল ৫টার দিকে পারিবারিক কলহের জের ধরে মা ও ছেলে মিলে বৃদ্ধ মালেককে পিটিয়ে গুরুতর আহত করলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ মৃত মালেকের স্ত্রীকে আটক করে থানায় নিয়ে আসে। ঘাতক ছেলে সেলিম পালাতক। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছেলে সেলিমকে গ্রেপ্তারের অভিযান চলছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct