অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে উদ্ধার কচ্ছপ। রবিবার সকালে গৌর লিংক ট্রেন থেকে এই কচ্ছপ গুলি উদ্ধার করা হয়। জানা গিয়েছে, বালুরঘাট জিআরপি থানার পুলিশ ও রেল পুলিশ গঙ্গারামপুরে যৌথ উদ্যোগ চালিয়ে বালুরঘাটগামী গৌড় লিংক ট্রেন থেকে প্রায় ১২ টি কচ্ছপ উদ্ধার করেন। উদ্ধার হওয়া ১২টি কচ্ছপের ওজন প্রায় ১ কুইন্টাল ২৪ কেজি। উদ্ধার হওয়া কচ্ছপ গুলির বাজার মূল্য প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা বলে জানা গিয়েছে। এদিকে উদ্ধার হওয়া কচ্ছপ গুলি এদিন তুলে দেয়া হয়েছে বালুরঘাট বনদপ্তরের কাছে। যদিও এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এই ঘটনার সাথে কে বা কাহারা যুক্ত রয়েছে, সে বিষয়ে পুরো তদন্ত শুরু করা হয়েছে বালুরঘাট জিআরপি থানার পুলিশের তরফে। বালুরঘাট জিআরপি থানার ওসি দিলীপ মাহাতো জানান, ‘সম্ভবত হোলিতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল কচ্ছপগুলি। বিহারের দিক থেকে আনা হচ্ছিল। আমাদের কাছে খবর ছিল। আরপিএফ ও জিআরপি এর তরফে যৌথ উদ্যোগ চালিয়ে কচ্ছপগুলো কে উদ্ধার করা হয়েছে। বনদপ্তরের খবর দেয়া হয়েছে। তারা এসে কচ্ছপ গুলোকে নিয়ে যাবেন।’এ বিষয়ে বালুরঘাট বনদপ্তরের ডেপুটি রেঞ্জার নিখিল ক্ষেত্রী জানান, ‘বারোটা কচ্ছপের মধ্যে একটা কচ্ছপ মৃত রয়েছে। বালুঘাট বনদপ্তরের তরফে কচ্ছপ গুলিকে প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়ার জন্য রায়গঞ্জ রেঞ্জে পাঠানো হয়েছে। মূলত পাচারের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপ গুলি।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct