আপনজন ডেস্ক: মাত্র ২০০ টাকার জন্য টোটো চালক লোকমান হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় খোরশেদ আলমকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে ঢাকার লক্ষ্মীপুরে। এ ব্যাপারে লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বলেন, 'আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।' মামলার এজাহার সূত্র জানা যায়, লোকমান চররুহিতা গ্রামের ব্যাটারি চালিত টোটো চালক ছিলেন। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি রাতে পাওনা ২০০ টাকার জন্য পিটিয়ে ও গলায় মাফলার পেঁছিয়ে আসামি খোরশেদ তাকে হত্যা করে। তিনি খোরশেদের টোটো দৈনিক ২০০ টাকা হাজিরায় ভাড়া চালাতেন। ঘটনার কয়েকদিন আগে খোরশেদের রিকশা চালানো বন্ধ করে দেন তিনি। তখন খোরশেদের কাছে ২০০ টাকা পাওনা হয়। এদিকে লোকমান অন্য একজনের রিকশা ভাড়ায় চালাচ্ছিলেন। ঘটনার দিন পাওনা টাকার জন্য খোরশেদ লোকমানের টোটোর সামনে হাজির হয়। পাওনা টাকা নিয়ে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। এ নিয়ে লোকমানকে খোরশেদ মারধর শুরু করে। একপর্যায়ে খোরশেদ তাকে মাটিতে শুইয়ে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরে মানুষ জড়ো হতে দেখলে খোরশেদ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct