রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: তৃণমূলের দুই গোষ্ঠীর গন্ডগোলে উত্তপ্ত হয়ে উঠলো মুর্শিদাবাদের ফরাক্কা। পার্টি অফিসের মধ্যেই তুমুল উত্তেজনায় মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল পরিচালিত ফরাক্কার নয়নসুখ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামীর হৃদয় মন্ডলের। ভাঙচুর করা হয় পার্টি অফিসের চেয়ার থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। রবিবার ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় নিউ ফরাক্কা তৃণমূল কার্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। উল্লেখ্য,, শুক্রবার ফরাক্কার নয়নসুখ পঞ্চায়েত ভবনে মিটিং চলাকালীন সময়েই সকল সদস্যদের উপস্থিতিতে মারধর করার অভিযোগ করেন প্রধানের স্বামী ঋদয় মন্ডল। অভিযোগ ওঠে তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেন তৃণমূলের অঞ্চল সভাপতি ইমরান আলী। রবিবার সেই ঘটনার সালিশ করার জন্য নিউ ফরাক্কা তৃণমূল অফিসে ডেকে পাঠানো হয় উভয় পক্ষকে। সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুনময় দাস। যদিও দুই পক্ষের অতিরিক্ত লোক আসায় আজ মীমাংসা করা হবে না বলে বেরিয়ে যান ব্লক সভাপতি। অন্য একদিন মীমাংসার সময় দেন তিনি। অভিযোগ, তারপরেই তৃণমূল কংগ্রেসের নয়নসুখ অঞ্চলের সভাপতি ও প্রধান গোষ্ঠীর মধ্যে শুরু হয় বচসা। এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠে পরিস্থিতি। মাথা ফাটিয়ে দেওয়া হয় তৃণমূল প্রধানের স্বামীর। ভাঙচুর করা হয় পার্টি অফিসের বিভিন্ন সামগ্রী। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনায় আহত হৃদয় মণ্ডলকে উদ্ধার করে ফরাক্কা বেনিয়া গ্রাম ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে ফরাক্কা থানার পুলিশ। তৃণমূল পার্টি অফিসের ভেতরেই মাথা ফাটাফাটি এবং ভাঙচুর করার বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অরুনময় দাস জানিয়েছেন বিষয়টি ওপরহলকে জানানো হয়েছে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct