আপনজন ডেস্ক: তার কোনও ছেলেবন্ধু না থাকায় কান্নায় ভেঙে পড়লেন এক চীনা তরুণী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এক তরুণী তার জীবনে ছেলে বন্ধু না থাকায় ক্যামেরার সামনে কাঁদছেন হাপুস নয়নে। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে ছড়িয়ে পড়া ভিডিওটি বেশ সাড়া ফেলেছে। তরুণীর এমন অবস্থার জন্য সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকেই। ভিডিওতে দেখা যায়, ওই তরুণী তার বৌদির সঙ্গে ভিডিও কলে কথা বলছেন। প্রতিদিন কাজ করতে গিয়ে যে পরিমাণ চাপ মোকাবিলা করতে হয়, সে বিষয়ে কথা বলছিলেন তিনি। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, ‘আমি কখনোই পুরুষের হাত ধরিনি।’ওই তরুণী সাহাংই শহরে পরিবারের সঙ্গে থাকেন। তার মা-বাবা প্রতিদিনই তাকে সঙ্গী খোঁজার কথা বলেন, যে কারণে একধরনের চাপ অনুভব করেন। ভিডিও কলে এসব কথা বৌদিকে বলছিলেন।পছন্দসই সঙ্গী খুঁজে পেতে নানা চেষ্টা করেছেন ওই তরুণী। একপর্যায়ে ডেটিং সাইটেও গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও ভালোবাসার মানুষের দেখা মেলেনি। যদিও তার এই ভিডিও দেখে বিশ্বের বহু ছেলে এখন তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য আকুতি মিনতি করছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct