আপনজন ডেস্ক: শালিনতার সীমা ছাড়ালেন বিজেপি নেতা নলিন কুমার কাতিল। তার দাবী, কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নাকি সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই। কর্ণাটক প্রদেশ বিজেপির সভাপতি নলিন কুমার কাতিলের এমন মন্তব্যে দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। যদিও বিজেপি নেতার দাবি, সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই বলেই রাহুল গান্ধী বিয়ে করছেন না। বিজেপির কর্ণাটক প্রদেশ সভাপতির একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘সিদ্ধারা মাইয়া এবং রাহুল গান্ধী বলেছিলেন করোনার টিকা নিলে বাবা হওয়া যাবে না। তারপরও কিন্তু তারা চুপিচুপি করোনার টিকা নিয়েছেন। একদিন আগেই আমাদের এক নেতা আমাকে বলছিলেন, এই কারণেই নাকি রাহুল গান্ধী বিয়ে করছেন না। কারণ তিনি বাবা হতে পারবেন না।’কংগ্রেসের সিনিয়র নেতা রাহুল গান্ধীকে ব্যক্তিগত আক্রমণ একেবারেই নতুন কিছু নয়। বিজেপির তরফ থেকে কখনো তাকে ‘পাপ্পু' বলা হয়। কখনো তার বিদেশযাত্রা নিয়ে কটাক্ষ করা হয়। কখনো তার বান্ধবীর বিয়েতে যাওয়া নিয়ে প্রশ্ন তোলা হয়। তবে এবারে কর্ণাটকের বিজেপি নেতা যা বললেন, সেটা রীতিমত নিন্দনীয় বলে দাবি করেছ কংগ্রেস। হাত শিবির বলছে, ওই বিজেপি নেতা মানসিক সমস্যায় ভুগছেন। কংগ্রেসের কর্ণাটকের প্রচার বিভাগের প্রধান প্রিয়াঙ্ক খাড়গের বক্তব্য, ‘বিজেপির রাজ্য সভাপতি যে ভাষায় কথা বলছেন, তাতে আমি নিশ্চিত যে ওর মানসিক সমস্যা আছে। দ্রুত চিকিৎসা প্রয়োজন। আমি শুধু বলব, আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।’শুধু কংগ্রেস নয়, বিজেপিও দলের প্রদেশ সভাপতির এই মন্তব্যের দায় নিতে চাইছে না বিজেপির একাধিক বড় নেতারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct