অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ‘দিদির দূত আপনার দুয়ারে, সুরক্ষা কবচ প্রতি ঘরে’ এই বার্তাকে সামনে রেখে ‘অঞ্চলে একদিন’ কর্মসূচির অংশ হিসেবে সাধারণ মানুষের দুয়ারে ‘দিদির দূত’ হিসেবে উপস্থিত দক্ষিণ দিনাজপুর জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী। সোমবার বালুরঘাট ব্লকের অন্তর্গত চেঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিদর্শনে যান প্রদীপ্তা। এদিন দুর্গাপুর শিব মন্দিরে প্রার্থনা পর্ব সেরে গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান পরিদর্শনে যান তিনি। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনেন ।সাধারণ মানুষের অভাব অভিযোগের কথা শোনার পাশাপাশি সেই সমস্ত সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় মধ্যাহ্নভোজ পারেন তিনি। এদিন বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতে তাঁর ‘অঞ্চলে একদিন’ কর্মসূচির সময় জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী স্থানীয়দের দ্বারা উত্থাপিত প্রত্যেকটি সমস্যা নথিভুক্ত করেন। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলার পর বলেন,“কিছু সমস্যা আছে যা অবশ্যই মেটাতে হবে। আমি ব্যক্তিগতভাবে এটি দেখব এবং সমস্যাগুলি দ্রুত সমাধান করার চেষ্টা করব”। তিনি আরও বলেছেন,“আমরা আজ এখানে এসেছি তার মূল কারণ হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান রাজ্য জুড়ে সব মানুষ সরকার প্রদত্ত জনসেবামূলক কর্মসূচিগুলি নিয়ে সন্তুষ্ট থাকুক। তাঁর প্রতিনিধি হিসেবে এটি নিশ্চিত করা আমাদের কর্তব্য”। জেলা মহিলা সভাপতি প্রদীপ্তা চক্রবর্তী আরো বলেন, “পঞ্চায়েত নেতাদের অবশ্যই জনগণের কল্যাণের জন্য কাজ করতে হবে, কারণ এটি তাঁদের দায়িত্ব। এতে কোন গাফিলতি থাকা উচিত নয়। প্রতিটি পঞ্চায়েত আধিকারিককে সরকারি পরিষেবা দিতে যাতে কোনও ফাঁক না থাকে তা নিশ্চিত করতে হবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct