আজিজুর রহমান, গলসি, আপনজন: গত ২৩ শে ফেব্রুয়ারী প্রয়াত হয়েছেন গলসি ২ পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরীর। তার মৃত্যুর পর গত ৩ রা মার্চ থেকে কার্যনির্বাহী সভাপতি হয়ে পঞ্চায়েত সমিতির দায়িত্ব সামলাচ্ছেন সমিতির সহ সভাপতি বান্টি বাগ। তিনি জানিয়েছেন, পঞ্চায়েত সমিতির সভাপতি বাসুদেব চৌধুরী খুবই ভালো মানুষ ছিলেন। তার অকাল প্রয়াণে অনেক ক্ষতি হয়েছে। তবে পরে থাকা কাজ সম্পন্ন করতে তাকে দায়িত্ব নিতে হয়েছে। তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৮ সাল প্রযন্ত তিনি গলসি গ্রাম পঞ্চায়েতের প্রধান নিযুক্ত হয়ছিলেন। সেখানে পাঁচ বছর তিনি দক্ষতার সাথে পঞ্চায়েত পরিচালনা করেছেন। ওই সময় তিনি গলসি পূর্ব পাড়া সংলগ্ন ২৯০-২৯১ পার্টে ১৪ নম্বর পঞ্চায়েত আসনে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। তার বিরুদ্ধে সিপিআইএম এর প্রার্থী ছিলেন বিকাশ লোহার ও বিজেপির প্রার্থী ছিলেন তোতন মান্না। তিনি দুই প্রতিদ্বন্দ্বীর থেকে ৩৭৫ ভোটে জয় হন। তারপরে ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে গলসি ২ পঞ্চায়েত সমিতির ২৫ নম্বর আসনে ভোটে দাঁড়ান। সেখানে বিরোধী কোন প্রার্থী থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। এরপরই তাকে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতির দায়িত্ব দেওয়া হয়। জেলা বিজেপির সদস্য জয়দীপ চ্যাটার্জী বলেন, ওটা প্রসাশনিক পদ তাই তিনি সংবিধান মেনে চেয়ারটাকে সম্মান করেন। গলসি ২ নং ব্লক তৃণমূল সহ-সভাপতি শৈলেন হালদার জানিয়েছেন, বিজেপি নেতা যা বলছেন সেটা ওনার ব্যক্তিগত মত। আমাদের গলসি ২ পঞ্চায়েত সমিতিতে একজন বিজেপির সদস্যা আছেন। ভোট হয়েছে বলেই উনি জিতেছেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct