ইসরাফিল বৈদ্য, নিউটাউন, আপনজন: চলতি বছরের ফেব্রুয়ারি ১০ তারিখ থেকে মার্চের ১০ তারিখ অবধি অনলাইন পদ্ধতিতে হজের আবেদন চলছে। প্রতি বছরের ন্যায় এবারও হাজীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের লক্ষ্যে পশ্চিমবঙ্গ রাজ্য হজ্ব কমিটি তৎপরতার সঙ্গে কর্ম ক্রিয়া শুরু করে দিয়েছে। বলাবাহুল্য হজ্ব অপারেশন ২০২৩ সফল ভাবে সম্পন্ন করতে সোমবার নিউটাউন মদিনাতুল হুজ্জাজে প্রাক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজ্য হজ্ব কমিটির চেয়ারম্যান তথা রাজ্যসভার সাংসদ নাদিমুল হক ধন্যবাদ জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রধান সচিব মোঃ গোলাম আলী আনসারি বলেন বিগত বছরের ন্যায় এবারও পশ্চিমবঙ্গ সরকারের ব্যাবস্থাপনায় হাজীদের সুষ্ঠু পরিষেবা চালু রাখতে রাজ্য হজ্ব কমিটি বদ্ধপরিকর। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দপ্তরের বিশেষ সচিব শাকিল আহমেদ,হজ্ব কমিটির কার্যনির্বাহী আধিকারিক মোঃ নাকি, উঃ চব্বিশ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, রাজারহাট নিউটাউন মাঝেরআইট পীরডাঙ্গা দরবার শরীফের পীরজাদা, হজ্ব কমিটির সেবক আলহাজ্ব একেএম ফারহাদ, হজ্ব কমিটির সদস্য আলহাজ্ব সেখ ফজলুর রহমান, মেহেবুব রহমান,পীরজাদা আলহাজ্ব রাকিবুল আজিজ বাখতেয়ারি, আব্দুল হামিদ, কামরুদ্দিন, সামিম রেহান খান, জয়েন ডিরেক্টর জগদীশ বাবু, বিএসএফ আধিকারিক মুকেশ কুমার, চিরঞ্জিত, সোমনাথ দে, তৌসিফ আজাদ, ইকবাল নাইয়ার প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct