এম মেহেদী সানি, গোবরডাঙ্গা, আপনজন: উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা পৌরসভার সার্ধশতবর্ষ উপলক্ষে বর্ষব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে পৌরসভা কর্তৃপক্ষ৷ রবিবার ও সোমবার দুদিন ধরে গোবরডাঙ্গা হিন্দু কলেজ এর ময়দানে নৈশকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্টর অনুষ্ঠিত হল৷ জানা গিয়েছে গোবরডাঙ্গা পৌরসভার পরিচালনা এর আগে প্রতিটি ওয়ার্ডে অনুষ্ঠিত হয়েছিল ক্রীড়া প্রতিযোগিতা, এ দিন প্রতিটি ওয়ার্ডের বিজয়ীদের নিয়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ একাধিক ইভেন্টে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদের হাতে পৌরসভার তরফে পুরস্কার এবং শংসাপত্র তুলে দেওয়া হয়৷ পাশাপাশি সোমবার চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, ওই খেলায় গোবরডাঙ্গার পুলিশ, পৌরসভার কর্মী, ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন৷ গোবরডাঙ্গা পৌরসভার তরফে আয়োজিত নৈশকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ফুটবল টুর্নামেন্ট ঘিরে সাধারণ মানুষের উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।গোবরডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান শংকর দত্ত বলেন ‘সাধারণ ছাত্র ছাত্রীদের প্রতিভা অন্বেষণে আমাদের এই উদ্যোগ, আমরা চাই পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়ে খেলাধুলার প্রতিও আগ্রহী হয়ে উঠুক৷ আমরা চাই আমাদের ঘরের ছেলেমেয়েরা খেলাধুলাই দক্ষ হয়ে উঠুক৷ ইতিমধ্যে আমাদের পৌরসভার পক্ষ থেকে ফুটবল প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি অ্যাথলেট প্রশিক্ষণেরও ব্যবস্থা করব৷’ পৌরসভার আয়োজিত এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক বিশ্বজিৎ দাস, গোবরডাঙ্গা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অসীম পাল, পৌরসভার চেয়ারম্যান সংকর দত্ত, প্রাক্তন চেয়ারম্যান সুভাষ দত্ত, গোবরডাঙ্গা পৌরসভার কাউন্সিলরবৃন্দ সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct