নিজস্ব প্রতিবেদক, বহরমপুর, আপনজন: রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর সরকারি নেতা ও মন্ত্রীরা সারদা থেকে নারোদা টেট কেলেঙ্কারি থেকে আবাস যোজনার আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ সামনে আসায় সোমবার আর এস্ পি মুর্শিদাবাদ জেলা কমিটির উদ্যোগে বহরমপুর শহরে এক বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশে থেকে প্রথমে কেন্দ্রীয় বিজেপি সরকারকে তোপ দাগেন নেতারা। তারা বলেন, ২০১৪ সাল থেকে ভারতবর্ষে যে বিজেপি সরকার গদিতে বসে আছে এই বিজেপি সরকার ২০১৪ থেকে ২০২৩। এই নয় বছর পূর্বে যে সব প্রতিশ্রুতি জনগণকে নিয়েছিলেন বছরে ২ কোটি বেকারের চাকরি করে দিবে জিনিসপত্রের দাম কমাবে। কিন্তু আমরা লক্ষ্য করছি এরা মুখে যা বলে কাজে তার বিপরীত। অঞ্জনা ব্রত দত্ত বাবু বলেন, কেন্দ্রীয় সরকার গ্যাস পেট্রোল ডিজেল জিনিসপত্রের দাম হু হু করে বাড়াচ্ছে এবং তার বিরুদ্ধে মানুষ যখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে তখন বিজেপি দলের নিয়ম অনুযায়ী তারা সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে সেই আন্দোলনকে ব্যাহত করে দিচ্ছে। অন্যদিকে তিনি বলেন, রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে এই সরকারি আমলে তাদের নেতা ও মন্ত্রীরা সারদা থেকে নারোদা টেট কেলেঙ্কারি থেকে আর্থিক দুর্নীতির সঙ্গে তারা যুক্ত হয়েছে। সর্বশেষ কেন্দ্রীয় আবাস যোজনায় ভুরি ভুরি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখান তারা। আরএসপির পক্ষ থেকে বহরমপুরে একবৃক্ষ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct