আপনজন ডেস্ক: বাংলায় আসছে ফের বড়সড় বিনিয়োগ। পূর্ব ভারতের মধ্যে পশ্চিমবঙ্গে প্রথম শাখা খুলছে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার। আগামী ২১ মার্চ কলকাতায় আসছেন বিশ্ব বাণিজ্য কেন্দ্রের প্রতিনিধিরা। কেন্দ্র খোলার জন্য রাজারহাট-নিউটাউনের বেশ কয়েকটি জমি দেখবেন তাঁরা। পাশাপাশি ওই দিন রাজ্য সরকারের সঙ্গে মউ চুক্তিও স্বাক্ষর করবেন। আজ সোমবার বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৩ সালের ১ অগস্ট মুম্বইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুম্বইতে বসেছিল বাণিজ্য সম্মেলন। ওই সম্মেলনেই কলকাতায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টার গড়ার প্রস্তাব দেন সেন্টারের আধিকারিকরা। মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্র গড়ে তোলার জন্য জমিও চান হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়ে দেন, নিউটাউনের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে ওই প্রকল্পের জন্য চার একর জমি দিতে রাজি রয়েছে রাজ্য সরকার। ফিনান্সিয়াল হাবের কাছেই ওই জমি চিহ্নিত করা হয়েছে। কিন্তু রাজ্য সরকার জমি দেওয়ার বিষয়ে আগ্রহী হলেও বিষয়টি ধামাচাপা পড়ে গিয়েছিল। অবশেষে ফের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারকে জানানো হয়, আগামী ২১ মার্চ জমি দেখতে একটি প্রতিনিধি দল কলকাতায় আসবেন। ওই দিনই রাজ্য সরকারের সঙ্গে এ নিয়ে মউ চুক্তি স্বাক্ষরিত হবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি হলে কর্মসংস্থানের সঙ্গে সঙ্গে বহু বহুজাতিক সংস্থাও বাংলায় পা রাখবেন ধারণা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct