আপনজন ডেস্ক: বাংলাদেশ-ইংল্যান্ডের মধ্যকার তৃতীয় ওয়ানডেতে অভিষেক হয়েছে রেহান আহমেদের। আর তাতেই রেকর্ড গড়েন এই ইংলিশ অলরাউন্ডার। ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো রেহানের। গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচে নামার আগে রেহান আহমেদকে অভিষেক ক্যাপ পরান আদিল রশিদ। মাত্র ১৮ বছর ২০৫ দিন বয়সে ওয়ানডে অভিষেক হলো পাকিস্তানি বংশোদ্ভূত এই ক্রিকেটারের। ২৬ বছর ধরে রেকর্ডটি ছিল বেন হোলিওকের। ১৯৯৭ সালে লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বকনিষ্ঠ ইংলিশ হিসেবে ওয়ানডে অভিষেক হয়েছিল প্রয়াত এই ক্রিকেটারের। তখন তার বয়স ছিল ১৯ বছর ১৯৫ দিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct