নিট পরীক্ষায় সাফল্যের সম্ভাব্য প্রশ্নপত্র
নিট-মক টেস্ট ২০২৩
নিট পরীক্ষা সাফল্য পাওয়ার জন্য NCERTর বই খুবই গুরুত্বপূর্ণ এবং সিলেবাস ভালো করে জানতে হবে, বেশি করে PYQ ( নিট 34, এইমস 26, জেইই মেন,) এর সমাধান করতে হবে। যে সব বিষয় গুলি থেকে বেশি করে পশ্ন আসে সেগুলি চিহ্নিত করতে হবে পড়ুয়াদের। PYQ এ বেশ কিছু প্রশ্ন আছে যেগুলি NCERT তে নেই, সেই প্রশ্নগুলি বাদ দিলেও হবে। NCERT বইয়ের অনুশীলনের প্রশ্নগুলি ভালো করে দেখতে হবে এবং অধ্যায় এর মাঝে প্রশ্ন এবং উত্তর করা আছে সেগুলি ভালো করে দেখতে হবে। বেশি বেশি করে খাতায় লিখে অনুশীলন করতে হবে। বাড়িতে 165 মিনিট এর মধ্যে মক টেস্ট দিতে হবে এবং যারা একসাথে থেকে পড়াশোনা করে তারা সারাদিনের মধ্যে কিছুটা সময় একসাথে বসে সবাই মিলে যেকোনো বিষয়ে আলোচনা করে। সবসময়ই আত্মবিশ্বাস বজায় রাখতে হবে, কারণ পরিশ্রম এবং আত্মবিশ্বাস হল সাফল্যের চাবিকাঠি। এ নিয়ে নিট প্রশিক্ষণ সংস্থা ‘আর এইচ অ্যাকাডেমি’ প্রস্তুত করেছে নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মক টেস্টের প্রশ্নপত্র।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct