নিজস্ব প্রতিবেদক, মেমারি, আপনজন: প্রয়াত বিশিষ্ট লেখক ও ইতিহাসবিদ জনাব হাফেজ গোলাম আহমাদ মোর্তজা রহ. প্রতিষ্ঠিত পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান মেমারি জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম ক্যাম্পাসে খতমে বুখারী ও খতমে কুরআন এর অনুষ্ঠান সম্পন্ন হল শনিবার। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন স্বাধীনতা সংগ্রামী শাইখুল ইসলাম হুসাইন আহমাদ মাদানীর পৌত্র তথা জমিয়তে উলামার সর্বভারতীয় সভাপতি আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর সুযোগ্য পুত্র খ্যাতনামা আলিম ও মুহাদ্দিস জনাব মাওলানা সৈয়দ আজহার মাদানী। তিনি ছাত্রদের বুখারী শরীফের শেষ হাদীসটির ব্যাখ্যাসহ পাঠদান করেন এবং তাঁরই দুয়ার মাধ্যমে এ দিনের সভার সমাপ্তি ঘটে। মহতী ঐ সভায় দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনা করে বিশ্ব স্রষ্টার কাছে দুয়া চাওয়া হয়। প্রতিষ্ঠানের পক্ষ হতে সভায় উপস্থিত ছাত্র, শিক্ষক, শিক্ষাকর্মী অভিভাবকসহ এলাকা ও বাইরে হতে আগত প্রত্যেককে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ ক্বারী শামসুদ্দীন আহমাদ সাহেব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct