জাকির সেখ, মৃুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ জেলার নবগ্ৰাম থানার অন্যতম ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলুম দরগাপাড়ার ৭৫ তম বার্ষিক দস্তারবন্দি জালসা অনুষ্ঠিত হলো শনিবার। সভায় সভাপতিত্ব এবং আখেরী মোনাজাত করেন জলিলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোতাহার হোসেন। চলতি শিক্ষাবর্ষে পবিত্র কোরআন শরীফ হিফজ সম্পন্নকারী তিনজন ছাত্রকে পাগড়ী পড়িয়ে দেন প্রধান শিক্ষক মুফতি আকবর আলি, মাওলানা এনামুল হক, ক্বারী নুরুজ্জামান, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মনিরুল ইসলাম, হাফেজ শরিফুল ইসলাম, মাওলানা তোহাদ্দিস। মাওলানা এনামুল হক বক্তব্য রাখতে গিয়ে বলে, মাদ্রাসা শিক্ষা থাকলে ইসলাম এবং দ্বীন বেঁচে থাকবে। তাই সবাইকে মাদ্রাসা শিক্ষার ব্যাপারে যত্নশীল হওয়ার আহ্বান জানান। এছাড়াও অনুষ্ঠানে শিরক বিদআত, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় শিক্ষা ও জেনারেল শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন বক্তারা। আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন সম্পাদক এহেসান আলি, সভাপতি সামজাদ আলি, কাজি ওসমান গনি, আওলাদ হোসেন, বাবর আলী, বদরুল আমিন, আব্দুস সালাম, আব্দুল বারী প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct