মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে অনুষ্ঠিত হল তৃণমূল সংখ্যালঘু সেলের প্রথম জেলা সম্মেলন। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘু উন্নয়নে মমতা ব্যানার্জি সরকার কি কি কাজ করেছে এই সম্মেলনে আলাপ আলোচনা করা হয়। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তথা প্রাক্তন এম পি মমতাজ সংঘমিতা , পূর্ব বর্ধমান তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের পূর্ব বর্ধমানের চেয়ারম্যান অশোক বিশ্বাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বিডি এর চেয়ারম্যান কাকলি গুপ্ততা, বর্ধমান প্রাথমিক বোর্ডের চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, পূর্ব বর্ধমান তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সেখ সাদ্দাম ,জেলা জয়হিন্দ বাহিনীর সভাপতি রবিন নন্দী , প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের কর্মধ্যক্ষ মেহবুব মন্ডল, প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রমাণিক, জেলা পরিষদের কর্মধ্যক্ষ মুহাম্মদ ইসমাইল, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার এস কে দাস, আসানসোল সেন্ট্রাল গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির চেয়ারম্যান ও বর্ধমানের বিশিষ্ট সমাজসেবী মহেন্দ্র সিং সালুজা, জৈন ধর্মের জেলা সভাপতি রণধীর সিং ভুতুরিয়া, খ্রিস্টান প্রতিনিধি রাহুল মাইলি সহ অসংখ্য কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, তৃণমূল সংখ্যালঘু সেলের ব্লক সভাপতি ও জেলা কমিটির সদস্যরা।
কানায় কানায় ভর্তি হওয়া গোটা সংস্কৃত লোকমঞ্চে সংখ্যালঘু সেলের গোটা জেলা থেকে আগত অসংখ্য কর্মী। তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহ-সভাপতি তথা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন কেন্দ্রের সাম্প্রদায়িক বিজেপি সরকার গোটা দেশের সংখ্যালঘুদের জন্য যা বাজেট রেখেছে তিনহাজার কোটি । রাজ্যের সংখ্যালঘুদের জন্য পাঁচ হাজার কোটির বেশি বাজেট ঘোষণা করেছেন মমতা ব্যানার্জি সরকার । জয় প্রকাশ মজুমদার ২০১১ সাল থেকে মমতা ব্যানার্জি সরকার ক্ষমতায় আসার পর সংখ্যালঘুদের জন্য কি কি করছেন তার খতিয়ান তুলে ধরেন। পূর্ব বর্ধমান তৃণমূল সংখ্যালঘু সেলের সভাপতি তথা বিশিষ্ট সমাজসেবী আশরাফ উদ্দিন বাবুর নেতৃত্বে সমগ্র অনুষ্ঠানটি পরিচালিত হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct