মনিরুজ্জামান, নিউ টাউন, আপনজন: সকলের কাছে সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে রবিবার উত্তর ২৪ পরগনার রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় একগুচ্ছ কর্মসূচি রূপায়িত হল। স্থানীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের প্রচেষ্টায় নারায়ণপুর লাগোয়া এলাকায় হাই মাস্ট জাতীয় পতাকা স্তম্ভ, নৈশকালীন বৈদ্যুতিক বাতিস্তম্ভ, পাখিরালয়, অসহায় শিশুদের স্কুল বাস সহ একাধিক জনহিতকর কর্মসূচির সূচনা হয় এর উদ্বোধন করেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, নারায়ণপুর সহ রাজারহাট নিউটাউন বিধানসভা এলাকায় যেভাবে বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের নেতৃত্বে উন্নয়নের কর্মযজ্ঞ চলছে তা প্রশংসনীয়। এই ধরনের কর্মসূচি যত বেশি সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া যাবে,সমাজ ততই উপকৃত হবে। পাশাপাশি তিনি বিরোধীদের গঠনমূলক ভাবনাচিন্তা নিয়ে রাজনীতিতে আসা উচিত বলে মনে করেন। বিরোধীরা যত চক্রান্ত করবে তৃণমূল কংগ্রেস তত বেশি সমৃদ্ধ হবে বলে তিনি জানান।এই অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দমকল মন্ত্রী সুজিত বোস,বিধাননগর পুলিশ কমিশনারেটের কমিশনার গৌরব শর্মা,এসিপি বিধাননগর সম্প্রীতি চক্রবর্তী, বিধায়ক মদন মিত্র, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ, বিধায়ক সৌমিক হোসেন।উপস্হিত ছিলেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, কর্মাধ্যক্ষ আফতাবউদ্দিন, বরো চেয়ারম্যান সাহনাওয়াজ আলী মন্ডল,মেয়র পারিষদ সদস্য রহিমা বিবি, আরাত্রিকা ভট্টাচার্য, কাউন্সিলর পিনাকী নন্দী, নন্দিনী ব্যানার্জী সহ এলাকার বিশিষ্ট সমাজকর্মী, ইমাম, পুরোহিত প্রমুখ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct