আপনজন ডেস্ক: শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জ ন্য উপকারী বিবেচনায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়াম বা ইয়োগা চালু করতে চায় সৌদি আরব। গত সপ্তাহের শেষের দিকে এ বিষয়ে দেশটির প্রধান কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সাথে চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন সৌদি যোগ ব্যায়াম কমিটির প্রেসিডেন্ট নওফ আল মারওয়ায়ি। তিনি জানান, যোগ ব্যায়ামের চর্চা শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দিতে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করবেন তারা। সম্প্রতি রাজধানী রিয়াদে এক অনুষ্ঠান নওফ আল-মারওয়াই বলেন, বিশ্ববিদ্যালয়ে যোগ ব্যায়ামের জনপ্রিয়তা বাড়াতে কাজ করে যাচ্ছেন তারা। সৌদি আরবের সরকার ২০৩০ সালের মধ্যে দেশটিকে নানা অর্জনে সামনের দিকে এগিয়ে নিতে চায়। এরই অংশ হিসেবে উন্নয়নমূলক ও নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছে দেশটি। সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়েছে নওফ আল-মারওয়াই জানান, যোগাসনের উপকারিতা সম্পর্কে দেশবাসীকে অবগত করতে এ পদক্ষেপ নিতে যাচ্ছেন তারা। এ ব্যাপারে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে তারা প্রস্তাব পাঠিয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো যোগ ব্যায়াম চালুর ব্যাপারে সম্মত হয়েছে। ফলে, এবার থেকে সৌদির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যোগ ব্যায়াম চলবে। আপাতত কয়েক মাসের জন্য পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চলবে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct