আপনজন ডেস্ক: তুরস্কের ভয়াবহ ভূমিকম্পে বাবকে হারিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ভক্ত নাবিল সাঈদ। ১০ বছর বয়সী নাবিল তুরস্কে ভূমিকম্পে উদ্ধারকারী দলের কাছে রোনাল্ডোর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিল। অবশেষে নাবিলের স্বপ্ন পূরণ করে তার সঙ্গে দেখা করলেন পর্তুগালের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তুরস্কে ভূমিকম্পে উদ্ধারকারী দলের কাছে নাবিলের রোনাল্ডোর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করার ভিডিও ক্লিপটি ভাইরাল হয় যোগাযোগমাধ্যমে। সেখানে নজরে আসে সৌদি কর্তৃপক্ষের। এরপর নাবিল ও তার মাকে সৌদি আরবে স্বাগত জানানো হয়। শুক্রবার আল-নাসর ও আল-বাতিনের মধ্যকার ম্যাচ দেখার পাশাপশি রোনাল্ডোর সঙ্গে দেখার করার ইচ্ছেও পূরণ হয় নাবিলের। রোনাল্ডোর সঙ্গে দেখা করার পর নাবিল জানায়, ‘আমি যখন রোনাল্ডোকে দেখি, আমার কাছে মনে হচ্ছিল, এটা হয়তো একটা স্বপ্ন। আমি নিজেকে বিশ্বাস করতে পারছি না। আমি জানি না, কখন এই স্বপ্নের শেষ হবে। আমি আশা করি, এটা স্বপ্ন নয় সত্য।’ নাবিল আরও জানায়, ‘আমি আশা করি সবাই রোনাল্ডোকে দেখতে পারে। সে খুব ভালো মানুষ।’ অন্যদিকে সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিমান বোঝাই ত্রাণসামগ্রী পাঠালেন পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। ভূমিকম্পে এখনো পর্যন্ত ৫০ হাজারেরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। যা মর্মান্তিকভাবে প্রভাবিত করেছে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলারকে। দুই দেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য বিমান বোঝাই ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন রোনালদো। যার মধ্যে রয়েছে তাঁবু, খাদ্য সামগ্রী, বালিশ, কম্বল, বিছানা, শিশু খাদ্য, দুধ ও ঔষধ সামগ্রী। মানবিক এই সামগ্রী তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে। এটাই প্রথম নয়, এর আগেও মানবিক সহায়তা এগিয়ে আসতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ী এই তারকাকে। শিশুদের মস্তিষ্কের অস্ত্রোপচারের জন্য তিনি দান করেছিলেন ৮৩ হাজার মার্কিন ডলার। এছাড়াও পর্তুগালের একটি ক্যান্সার হাসাপাতালে দিয়েছিলেন ১ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct