আব্দুস সামাদ মন্ডল, ফুরফুরা, আপনজন: আজ থেকে শুরু হল ফুরফুরা শরীফের ঐতিহাসিক ঈসালে সওয়াব। চলবে বুধবার পর্যন্ত। উল্লেখ্য, এই ঈসালে সওয়াব পীর যুগ সংস্করক মোজাদ্দেদ জামান দাদা হুজুরের প্রতিষ্ঠিত ঈসালে সওয়াব, তা এবছর ১৩২ বছরে পা দিল। এই ধর্মীয় অনুষ্ঠান চলে তিনদিন ধরে। শিক্ষা দেওয়া হয় ধর্মীয় এবং সামাজিক শিক্ষা। এই ঐতিহাসিক ঈসালে সওয়াবে ঘিরে বিভিন্ন রাজ্যে সহ ওপার বাংলা থেকেই অনেক ভক্ত অনুসারী ভিড় জমান। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরদের বেশ দেখা যায়। এই ধর্মীয় অনুষ্ঠানে শেষ দুআ (প্রার্থনা) করবেন পীর আবদুল্লাহ সিদ্দিকী এবং ইসমাঈল সিদ্দিকী বলে সূত্রের খবর। ফুরফুরা শরীফের মুখ্য নির্দেশক পীরজাদা ত্বহা সিদ্দিকী সহ পীর ওমর সিদ্দিকী,পীর ইসমাইল সিদ্দিকী এবং পীরজাদা মেহেরাব সিদ্দিকী, পীরজাদা সাওবান সিদ্দিকী, পীরজাদা কাশেম সিদ্দিকী, পীরজাদা আব্বাস সিদ্দিকী, পীরজাদা সানাউল্লাহ সিদ্দিকী এবং বিধায়ক নওশাদ সিদ্দিকী সহ সমস্ত পীরজাদাদের বিশেষ ভূমিকা থাকে। সমস্ত পীরজাদারা উক্ত ঈসালে সওয়াবে হাজির হওয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এইবছর ফুরফুরা শরীফের ঐতিহাসিক ঈসালে সওয়াবের জন্য বিভিন্ন রুটে বিশেষ বাস চালাবেন বলে সাংবাদিক সম্মেলনে করে জানান দপ্তরের মন্ত্রী তথা ফুরফুরার বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct