আপনজন ডেস্ক: বিরোধী দলের সদস্যদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায় সহ নজন বিরোধী নেতা। কিন্তু তাতে কংগ্রেস, ডিএমকে এবং বামপন্থীরা অংশ নেয়নি। তবে ৯টি বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেপ্তারের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন ও একে গণতন্ত্রের জন্য বিপজ্জনক বলেছেন। বিরোধী নেতারা বলেছেন, মণীশ সিসোদিয়াকে কোনো প্রমাণ ছাড়াই অনিয়মের অভিযোগে সিবিআই গ্রেফতার করেছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থাগুলির অপব্যবহার করছে। যে নজন বিরোধী নেতা ওই চিঠি লিখেছেন তারা হলেন, টিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত মান, তেজস্বী যাদব, ফারুক আবদুল্লাহ, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে এবং অখিলেশ যাদব।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct