এম মেহেদী সানি, বারাসত, আপনজন: পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের সহায়তায় এবং তত্ত্বাবধানে বিনা ব্যয়ে ‘রাইস এডুকেশন’ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোচিং নিয়ে সফল অর্ধ শতাধিক সংখ্যালঘু ছেলেমেয়েদের সংবর্ধনা দিল ওই প্রতিষ্ঠান।’ শুক্রবার বারাসতের অ্যাডমাস বিশ্ববিদ্যালয়ের প্রেক্ষাগৃহে আয়োজিত বিশেষ সেমিনার থেকে সফলদের হাতে স্মারক তুলে দেন রাইস গ্রুপের চেয়ারম্যান সমিত রায়। জানা গিয়েছে ২০১৯ সালে ১৫৬ জন এবং ২০২২ সালে ১৮৩ জন নির্বাচিত সংখ্যালঘু ছেলেমেয়েদের কম্বাইন্ড কোর্সে কোচিং দেওয়ার বরাত পায় ‘রাইস এডুকেশন।’ নিদিষ্ট সময়ের ব্যবধানে প্রথম ব্যাচের প্রশিক্ষণ সমাপ্ত হলেও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ এখনও চলছে। এরইমধ্যে প্রথম ব্যাচ থেকে ৩৮ জন এবং দ্বিতীয় ব্যাচ থেকে ১৫ সফল হয়েছেন, যারা বিভিন্ন সরকারি দপ্তরে সম্প্রতি সময়ে যোগদান করেছেন। সফলদের সংবর্ধনা দেওয়ার জন্য এ দিন রাইসের তরফে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেকেই।
সাফল্যের কাহিনি তুলে ধরতে গিয়ে পিএসসি মিসলেনিয়াস সার্ভিসে নব নিযুক্ত মৃদুল শেখ কোরআনের আয়াত তুলে ধরে বলেন, সকলকে আল্লাহর উপর ভরসা করে সফলতার জন্য সঠিক চেষ্টা এবং কঠোর পরিশ্রম করা দরকার। আইসিডিএস সুপারভাইজার পদে সফল মনিরা খাতুন এ দিন রাইস গ্রুপের চেয়ারম্যান সমিত রায়ের হাত থেকে সংবর্ধনা গ্রহণ করেন। সূত্রের খবর সংখ্যালঘু বিত্ত নিগমের সহায়তায় এবং তত্ত্বাবধানে বিনা ব্যয়ে ‘রাইস এডুকেশন’ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কোচিং নিয়ে ১৮৯ জন ছেলেমেয়ে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় প্রথমিক ধাপ গুলোতে সফলতা অর্জন করেছেন। সংশ্লিষ্ট বিষয়ে সংখ্যালঘু বিত্ত নিগম সূত্রে জানা গিয়েছে আমরা এই প্রোজেক্টের মাধ্যমে যথেষ্ট সাড়া পেয়েছি, এবার আমরা উত্তরবঙ্গের আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মেধাবী সংখ্যালঘু ছেলেমেয়েদের সরকারি চাকরির পরীক্ষায় প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নির্বাচিত, ২০১৯ সালে কম্বাইন্ড কোর্সের প্রথম ব্যাচকে প্রশিক্ষণ দেওয়ার জন্য সংখ্যালঘু বিত্ত নিগমের তরফে বরাত দেওয়া হয় রাজ্যের স্বনামধন্য কয়েকটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে। বিত্ত নিগমের তত্ত্বাবধানে আল-আমীন মিশন, রাইস এডুকেশন, একাডেমিক অ্যাসোসিয়েশন, জর্জ টেলিগ্রাফ প্রভৃতি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র-ছাত্রীরা কোচিং নিতে শুরু করে। তারা সাফল্যও পাচ্ছে। এর জন্য সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত নিগমের গুরুত্ব অপরিসীম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct