বিশেষ প্রতিবেদক, সন্দেশখালি, আপনজন: ঝড়-বৃষ্টি ভারী বর্ষা বা কোটাল এলেই আতঙ্কের মধ্যে দিন কাটায় প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের মানুষেরা। এই সমস্ত মানুষদের অসহায় অবস্থার কথা শুনতে দিদির সুরক্ষা কবজ কর্মসূচির মধ্য দিয়ে প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের এলাকার নদী বাঁধ পরিদর্শন করেন তৃণমূলের কর্মীরা ও বিধায়ক। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের সন্দেশখালি ১ নম্বর ব্লকের ৬ নম্বর বামুনিয়া এলাকার বিদ্যাধরী নদী বাঁধের বেহাল দশা। অমাবস্যা বা পূর্ণিমার ভরা কটাল এলেই বা কোন ঝড় বৃষ্টির পূর্বাভাস এলেই আতঙ্কের মধ্যে দিন কাটায় এই সমস্ত এলাকার কয়েকশো পরিবার। এই এলাকায় নদী বাঁধের বর্তমান অবস্থা খতিয়ে দেখতে শনিবার দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মধ্য দিয়ে এই এলাকায় আসেন সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ শাহজাহান, সন্দেশখালি বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো, সন্দেশখালি দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শিবু প্রসাদ হাজরা, ন্যাজাট ২ নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ মণ্ডল সহ আরো অনেকে। সেদিন এই এলাকায় এসে নদী বাঁধ পরিদর্শন করার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তৃণমূলের কর্মীরা ও বিধায়ক। তাই রাজ্য সরকারের পক্ষ থেকে কিভাবে নদী বাঁধ সংস্কার ও পাকাপোক্ত করা যায় তা পরিকল্পনা করার জন্য এদিন নদীবাঁধ পরিদর্শন করেন তারা। এই প্রসঙ্গে সন্দেশখালি বিধানসভার কনভেনার শেখ শাহজাহান বলেন, একশো দিনের প্রকল্পের কাজ বন্ধ করে রেখেছে কেন্দ্র। নদীবাঁধ সংস্কারের জন্য কেন্দ্রকে বহুবার জানিয়েছি। কিন্তু ওরা কোন ব্যবস্থা নিচ্ছে না, রাজ্য সরকারের পক্ষ থেকে কিভাবে নদীবাঁধ সংস্কার করা যায় তা পরিকল্পনা করার জন্য আজ নদীবাঁধ পরিদর্শন করলাম।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct