মনিরুজ্জামান, নিউ টাউন, আপনজন: আসন্ন রঙের উৎসব দোল যাত্রা, হোলি এবং শবেবরাত উপলক্ষে বিধাননগর পুলিশ কমিশনারেটের রাজারহাট থানা কমিটির উদ্যোগে শনিবার এক প্রশাসনিক সম্বন্বয় সভা অনুষ্ঠিত হয় থানা চত্বরে। বিধাননগর পুলিশ কমিশনারেটের আধিকারিক সম্প্রীতি চক্রবর্তী জানান, বিগত বছরগুলিতে একসাথে অনেক অনুষ্ঠান হলেও কখনও কোনও ধর্মীয় বাধা আসেনি।তাই এবারও কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সজাগ থাকতে হবে। এলাকার উভয় সম্প্রদায়কে অনুষ্ঠানের শুভেচ্ছা জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের কথায় এই অঞ্চল উভয় সম্প্রদায়ের মানুষের লীলাভূমি। এখানে কখনও কোনও রকমের কোনও ধর্মীয় ভেদাভেদ নেই। হিন্দু, মুসলিম নামকে দূরে সরিয়ে মানুষ হিসেবে প্রত্যেকে প্রত্যেকের ভালোবাসার চোখে দেখে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানে আনন্দ উপভোগ করতে একে অপরের বাড়িতে হাজির হয়। উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ তথা বিশিষ্ট সমাজকর্মী একেএম ফারহাদ বলেন, পশ্চিমবঙ্গ হল শান্তি সম্প্রীতির পীঠস্থান। এখানে ধর্মীয় ভেদাভেদের কোনও স্থান নেই। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ধর্ম যার যার উৎসব সবার।সেইজন্য কোনও রকমের বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে বাংলার ঐতিহ্য বজায় রাখতে হবে।এই প্রশাসনিক বৈঠক থেকে সকল সম্প্রদায়ের মানুষকে উৎসবের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন জানান ফারহাদ। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর কর, রাজারহাট থানার আইসি জামাল হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা এবং জনপ্রতিনিধিরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct