রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: জঙ্গিপুর কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে এই প্রথমবার একদম সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির তৈরি করা হচ্ছে। আবির তৈরিতে মিশ্রণ থাকছে গাছের পাতা, আলতা,ফুড কালার এরারুট এই সমস্ত ব্যাবহার করে আবির তৈরি করছে জঙ্গিপুর কলেজ এর জাতীয় সেবা প্রকল্পের স্বেচ্ছাসেবকরা। জঙ্গিপুর কলেজ এনএসএস ইউনিটের পক্ষ থেকে জানানো হয় সম্পূর্ণ ভেষজ উপায়ে আবির তৈরি করা হচ্ছে। ফলে ত্বকের কোনও ক্ষতি হবে না। এই আবির গুলো আমরা গ্রামের ছোট বাচ্চাদের মধ্যে বিতরণ করবো বলে জানিয়েছে উদ্যোক্তারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct