নাজিম আক্তার, হরিশ্চন্দ্রপুর, আপনজন: আবারো নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে ইট ভাটায় বিক্রির অভিযোগ মাটি মাফিয়াদের বিরুদ্ধে।মাটি কাটার অনুমতি প্রশাসন কি ভাবে দিল তা নিয়ে উঠেছে প্রশ্ন।মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত ট্যাংটা ঘাট ব্রিজের পাশ দিয়ে বয়ে গেছে ফুলহার নদীর একাংশ।সেখান থেকেই মাটি কাটার অভিযোগ উঠেছে মাটি মাফিয়াদের বিরুদ্ধে।ছুটির দিনে শনিবার এবং রবিবার করে কাটা হচ্ছে মাটি।নিয়ম না মেনে প্রায় ১০ থেকে ১১ ফিট করে মাটি কেটে স্থানীয় ইট ভাটায় বিক্রি বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ রায় বলেন ‘নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটা হচ্ছে।ছুটির দিন শনিবার এবং রবিবার করে চলছে মাটিকাটা।প্রশাসনকে এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।মানুষকেও রুখে দাঁড়াতে হবে।’হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন এই বিষয়ে কড়া পদক্ষেপ নিবেন বলে জানান।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct