আপনজন ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে বড়তলা থানার পুলিশ রাজ্য কংগ্রেসের মুখপাত্র তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করে শুক্রবার গভীর রাতে। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির কন্যা ও ড্রাইভারের মৃত্যু নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করায় তার পাল্টা মন্তব্যের কারলে গ্রেফতার হন কৌস্তভ বাগচি। প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা অবসরপরাপ্ত আইএএস দীপক গোষের বইয়ের তথ্য তুলে ধরে কৌস্তভ মুখ্যমন্ত্রীকে জড়িয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করেছিলেন। তার বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার কৌস্তভকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। ব্যক্তিগত ১ হাজার টাকা বন্ডে কৌস্তভের জামিন মঞ্জুর করেন বিচারক। মুক্তি পেয়ে কৌস্তভ বলেন, মমতাকে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত তিনি মাথায় চুল গজাতে না দেওয়ার পণ নেন। তাই তিনি আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা ন্যাড়া হন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct