সঞ্জীব মল্লিক, বাঁকুড়া, আপনজন: ‘মুখ্যমন্ত্রীর ভাষা জ্ঞান নেই’, কংগ্রেস নেতা, আইনজীবি কৌস্তভ বাগচী ইস্যুতে বললেন সিপিআইএম রাজ্য কমিটির প্রাক্তন সম্পাদক, বর্তমানে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সূর্যকান্ত মিশ্র। শনিবার বাঁকুড়া শহরের কমলার মাঠে দলের এক কর্মসূচীতে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা কলে সূর্য মিশ্র এদিন বলেন, উনি কখন মূখ্যমন্ত্রী আর কখন তৃণমূল নেত্রী সেটাই ভুলে যান। উনি যে সব কথা বলছেন, এই বয়সে তা বলার কথা নাকি সে নিয়েও প্রশ্ন তোলেন। এরপরেই কৌস্তভ বাগচীর পাশে দাঁড়িয়ে দীপক ঘোষের লেখা বইয়ের বিষয়টি উথ্থাপন করে বলেন, কৌস্তভ যা বলছেন সত্যি বলছেন। আমি বিরোধী দলনেতা থাকাকালীন দীপক ঘোষ তার লেখা বই এনেছিলেন ও আমাদের দিয়েছিলেন। উনি তাকে জেলে ঢুকিয়েও কিছু করতে পারবেননা, ওনার কাণ্ডজ্ঞান চলে গেছেও তিনি দাবি করেন। পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সূর্যকান্ত মিশ্র বলেন, ‘মাঠে, ময়দানে, বুথে লড়াই হবে’। তবে এবার পঞ্চায়েত নির্বাচনের লড়াইটা ‘সাগরদিঘির মতো হবে’।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct