নকীবউদ্দিন গাজী, ফলতা, আপনজন: অ্যাডিনো সতর্কতায় স্বাস্থ্যকর্মীদের কে নিয়ে বৈঠক করলেন ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: জয়ন্ত সুকুল। শনিবার ফলতা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র স্বাস্থ্যকর্মীদের কে নিয়েই বৈঠক সারলেন তিনি। পাশাপাশি তিনি বলেন, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার তেরোটি ব্লকে সম্প্রতি সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতলে শিশুদের ভর্তির সংখ্যা বেড়েছে। আবহাওয়া পরিবর্তনের জন্যই শিশুরা আক্রান্ত হচ্ছে। অ্যাডিনোর প্রভাব সেভাবে পড়েনি ডায়মন্ডহারবার স্বাস্থ্য জেলায়। তবুও স্বাস্থ্যকর্মীদের কে সতর্ক করা হয়েছে আশা কর্মী ও এন এম স্বাস্থ্যকর্মীদের মারফত এলাকায় এলাকায় বাড়ি বাড়ি ঘুরে শিশুদের খোঁজখবর নেওয়া হচ্ছে। তবে এখনো পর্যন্ত এডিনো আক্রান্ত হয়ে কোন শিশু মারা যায়নি ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে। তবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হচ্ছে বেশিরভাগ শিশু। প্রশাসনের পক্ষ থেকে এডিনো মোকাবিলায় সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct