সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: হঠাৎ বিধ্বংসী আগুন মুর্শিদাবাদের ডোমকল থানার বর্তনাবাদ এলাকায়। শনিবার সকালে আগুনের ঘটনায় মোট চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায় বলে জানাযায়। আগুন দেখে বাড়ির মহিলারা চিৎকার শুরু করেন তার পরে স্থানীয়রা ছুটে আসে আগুন নেভানোর জন্য খবর দেওয়া হয় দমকল দপ্তরে খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন পৌছায় যদিও আগুন নিয়ন্তনে আশার আগেই পুড়ে ছাই হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সামীম মন্ডল জানান, “নওসাদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গৃহবধূ উনুনে রান্না করছিল। ঠিক সেই সময় অসাবধানতার কারণে আগুন লাগে পাটকাঠিতে।আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক বাড়িতে। ওই আগুনে মোট চারটি বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।” জানা গিয়েছে, আগুনে নওসাদ মণ্ডল-সহ, এজাদুল শেখ, আবদুস সালাম ও আলাউদ্দিন সেখের বাড়ি ও বাড়ির যাবতীয় জিনিস পত্র , নগদ টাকা, জমির কাগজ, পরিচয়পত্র সব পুড়ে গিয়েছে।আগুনে ক্ষতিগ্রস্ত পরিবার সরকারি সাহায্যের আবেদন করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct