আপনজন ডেস্ক: প্রথমার্ধে পিছিয়ে পড়ে আল নাসর এফসি। ৯০ মিনিট পর্যন্ত লিড ধরেও রাখে আল বাতিন এফসি। তবে অতিরিক্ত সময়ের নাটকীয়তায় পরাজিত হয় আল বাতিন। ৩-১ ব্যবধানের জয় তুলে নেয় আল নাসর। শুক্রবার সৌদি প্রো লীগে দলের অবিশ্বাস্য জয়ের রাতে নিষ্প্রভ ছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যে কারণে সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচিত হচ্ছেন পর্তুগিজ সুপারস্টার। কিং সৌদ ইউনিভার্সিটি স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে এগিয়ে যায় আল বাতিন। গোলটি করেন উরুগুইয়ান ফরোয়ার্ড রেঞ্জো লোপেজ। নির্ধারিত ৯০ মিনিট ১-০ গোলে এগিয়ে ছিল আল বাতিন। এরপর ৩১ ফাউলের ম্যাচে অতিরিক্ত সময় যোগ করা হয় ১৫ মিনিট। এই সময়েই পাশার দান উল্টে দেয় আল নাসর। ৯০+৩ মিনিটে ম্যাচে সমতা টানেন নাসরের অ্যারাবিয়ান মিডফিল্ডার আব্দুলরহমান ঘারিব। ৯ মিনিটের ব্যবধানে লিড এনে দেন সৌদি ডিফেন্ডার মোহাম্মদ আল ফাতিল। আর অতিরিক্ত সময়ের এক মিনিট বাকি থাকতে স্কোরলাইন ৩-১ করেন আল নাসরের আরেক অ্যারাবিয়ান ফুটবলার মোহাম্মদ মারান। আল বাতিনের বিপক্ষে পুরো ম্যাচ খেলে অন টার্গেটে মাত্র একটি শট রাখতে সমর্থ্য হন আল নাসরের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ভুল পাস দেন ৫টি। বলের দখল হারান ৯ বার। অফসাইড করেন ২টি। রোনাল্ডোর ছন্দহীন পারফরম্যান্সে একজন টুইটারে লিখেছেন, ‘রোনাল্ডোর পা দু’টো অকেজো হয়ে গেছে। তার অবসরের সময় হয়েছে।’ একজন লিখেছেন, ‘এমন নিচু স্তরের লীগেও সে গ্রিন রেটিং পাওয়ার যোগ্যতা রাখে না। কি নির্লজ্জ ফুটবলার!’ আব্রাহাম নামের এক নেটিজেন ব্রাজিলিয়ান তারকা ফিরমিনোর সঙ্গে রোনাল্ডোর তুলনা করেছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘এখন ফিরমিনোর তুলনা চলে রোনাল্ডোর সঙ্গে।’ একজন কৌতুক করে লিখেছেন, ‘রেফারি অতিরিক্ত ১২ মিনিট (১৫ মিনিট) দিয়েছে, যাতে রোনাল্ডো গোল করতে পারেন। তবুও সে ব্যর্থ হলো।’ একজন আল বাতিনের র্যাঙ্কিং তুলে ধরে লিখেছেন, ‘রোনাল্ডো এমন দলের বিপক্ষে গোল পায়নি, যা সৌদি প্রো লীগে ১৬তম স্থানে রয়েছে। আর বিশ্বে দলটির অবস্থান ২ হাজার ৩৪৩ তম।’এদিকে রোনাল্ডোর মনোযোগ শুধুই দলীয় সাফল্যে। আল বাতিনকে হারিয়ে পর্তুগিজ সুপারস্টার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস রাখতে হবে। এগিয়ে চলো।’ দলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আল নাসর কোচ রুডি গার্সিয়াও।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct