আপনজন ডেস্ক: অবশেষে অযোধ্যা উন্নয়ন কর্তৃপক্ষ (এডিএ) বাবরি মসজিদ রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশে বিকল্প মসজিদ নির্মাণের চূড়ান্ত অনুমোদন পেল শুক্রবার।। সুপ্রিম কোর্ট বাবরি মসজিদ স্থলে রাম মন্দির নির্মাণের জন্য হিন্দুদের অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে বাবরি মসজিদের বিকল্প জমি বরাদ্দ করার নির্দেশ দিয়েছিল উত্তরপ্রদেশ সরকারকে। বাবরি মসজিদ-এর মালিকানা নিয়ে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার তিন বছরেরও বেশি সময় পরে মসজিদ নির্মাণে ইট গাঁথার আগে মসজিদটি প্রশাসনিক ছাড়পত্রের অপেক্ষায় ছিল। অথচ, অযোধ্যায় বাবরি স্থলে নির্মাণাধীন রাম মন্দিরের গর্ভগৃহে বছরের শেষ নাগাদ দর্শনার্থীদের প্রবেশ করতে দেখা যাবে। উল্লেখ্য, ২০১৯ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ অযোধ্যায় বিবাদমান বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মাণের অনুমতি দেয়। ষোড়শ শতাব্দীর বাবরি মসজিদ ১৯৯২ সালের ৬ ডিসেম্বর উগ্র হিন্দুত্ববাদী সংগঠনগুলি ধ্বংস করে দিয়েছিল। সেই বাবারি মসজিদ রাম মন্দির মামলার রায়ে সুপ্রিম কোর্ট ১,০০০ পৃষ্ঠার একই আদেশে কেন্দ্রীয় সরকার বা উত্তরপ্রদেশ সরকারকে সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডকে অযোধ্যায় মসজিদ নির্মাণের জন্য পাঁচ একর জমি বরাদ্দ করতে বলেছিল। আদেশে বলা হয়েছে, “প্রস্তাবিত ট্রাস্টের কাছে সম্পত্তি হস্তান্তরের পাশাপাশি এটি করা উচিত। সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড পরে ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন (আইআইসিএফ) গঠন করে যা ‘মসজিদ-ই-অযোধ্যা’ নামকরণ করা হয়েছে। এরপর অযোধ্যা শহর থেকে ২৫ কিলোমিটার দূরে ধন্যিপুরে আইআইসিএফকে পাঁচ একর জমি বরাদ্দ করে উত্তরপ্রদেশ সরকার।
অযোধ্যার ডিভিশনাল কমিশনার এবং এডিএ-র চেয়ারপার্সন গৌরব দয়াল জানিয়েছেন, এডিএ আইআইসিএফকে জানিয়ে দেওয়া হয়েছে শুক্রবার বোর্ড মিটিংয়ে সংশ্লিষ্ট উত্তরপ্রদেশ সরকার কর্তৃপক্ষ মসজিদ প্রকল্পের অনুমোদন দিয়েছে। দয়াল বলেন, অনুমোদিত মানচিত্রগুলি কয়েকটি বিভাগীয় আনুষ্ঠানিকতার পরে আইআইসিএফের কাছে হস্তান্তর করা হবে, যা কয়েক দিনের মধ্যে সম্পন্ন হবে। আইআইসিএফের অন্যতম ট্রাস্টি আরশাদ আফজাল খান বলেন, ট্রাস্ট ১৩ মার্চের দিকে নকশা অনুমোদনের জন্য অনলাইনে এডিএ-র কাছে আবেদন করার পরিকল্পনা করছে, যা সম্ভবত মসজিদ নির্মাণ শুরু করার আগে শেষ পদক্ষেপ হবে। তিনি আরও বলেন, আমরা রমজান মাসের পরে সমস্ত ট্রাস্টিদের সভা করব যাতে ওই স্থানে মসজিদ নির্মাণ শুরু করার পরিকল্পনা চূড়ান্ত করা যায়। তিনি আরও বলেন, ২০২১ সালের ২৬ জানুয়ারি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল কিন্তু প্রশাসনিক বাধার কারণে তখন থেকে কিছুই করা যায়নি। অযোধ্যা মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য আমরা ওই দিনটিকে বেছে নিয়েছিলাম। কারণ ওই দিনে ভারতের সংবিধান রচিত হয়েছিল। সংবিধান বহুত্ববাদের উপর ভিত্তি করে তৈরি, যা আমাদের মসজিদ প্রকল্পের মূল ভিত্তি। তিনি জানান, নতুন মসজিদটি বাবরি মসজিদের চেয়ে বড় হবে, তবে দেখতে তেমন হবে না বলে জানান আইআইসিএফ ট্রাস্টিরা। কমপ্লেক্সের অংশ হিসাবে নকশায় হাসপাতালটি কেন্দ্রবিন্দুতে থাকবে। আইআইসিএফ-এর সেক্রেটারি আতহার হোসেন সিদ্দিকী বলেন, এটি ১,৪০০ বছর আগে হযরত মুহাম্মদ সা.-এর শিক্ষা অনুযায়ী ইসলামের প্রকৃত চেতনায় মানবতার সেবা করবে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct