আপনজন ডেস্ক: প্রিয় মানুষটি দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। সেই শোকের আবহে দুদিন আগে বৃদ্ধার কবর দেয় তার পরিবার। পরের দিন ভোরে কবরস্থানে গিয়ে তার পরিবারের সদস্য দেখেন, নতুন কবরটির মাটি খোঁড়া। তার মধ্যে ভেতর থেকে আসছে গোঙানোর শব্দ। প্রথমে তারা ভয় পেলেও পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় কবরের মাটি সরিয়ে দেখতে পায়, ভেতরে এক যুবক মরদেহ কোলে নিয়ে বসে আছেন। ঘটনাটি ঘটেছে ঢাকার জয়বাংলা বাজার সরকারি পাবলিক কবরস্থানে। সেই যুবকের নাম সফিকুল ইসলাম (২২)। মানসিক ভারসাম্যহীন ওই যুবককে ২৯৭ ধারার মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠিয়েছে পুলিশ। মৃত বৃদ্ধার ছেলে আজহারুল ইসলাম বলেন, ‘সকালে আমার স্ত্রী, বোন এবং মেয়ে আমার মায়ের কবর দেখতে যায়। গিয়ে মাটি সরানো এবং গোঙানোর শব্দ পেয়ে ভয়ে দূরে সরে গিয়ে আমাকে ফোন করেন আমার স্ত্রী। আমি এসে কবরের কাছে গিয়ে বাঁশের চাটাই সরিয়ে দেখি, ভেতরে একজন বসে আছে। আমি ভয়ে কাঁপতে থাকি। গ্রাম পুলিশ আলতাফকে ফোন দিই। তিনিও এসে দেখেন। ভেতরে বসে থাকা যুবককে তিনি চিনতে পারেন। এরপর পুলিশকে ফোন দেন। এই ছেলে আমার মায়ের কবরে কেন ঢুকেছিল, এটা বুঝতে পারছি না।’স্থানীয়রা বলেন, আটক ওই যুবক নেশাগ্রস্ত। তিনি মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়েছেন। এর আগেও নেশার টাকা না পেয়ে এলাকায় বিশৃঙ্খলা করেছেন। কয়েকবার এ নিয়ে শালিশি সভাও বসে।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct