মনিরুজ্জামান, বারাসাত, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের উদ্যোগে সমাজ সচেতনতার বার্তা দেওয়ার পাশাপাশি জেলার গ্ৰামীণ এলাকায় কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় গ্ৰাম পঞ্চায়েতের হাতে কঠিন বর্জ্য নিষ্কাশনের জন্য বৈদ্যুতিক গাড়ির ব্যবস্থা করা হচ্ছে। জেলার পৌরসভা এলাকায় এই ধরনের গাড়ি আগে থেকেই ব্যবস্থা করা হয়েছিল বলে প্রশাসনিক সূত্রে জানা যায়। গ্রামীণ এলাকার পরিবেশকে ঠিক রাখার লক্ষ্যে জেলার বিভিন্ন পঞ্চায়েত এলাকায় ১২০ টি ছোট বৈদ্যুতিক গাড়ি ধাপে ধাপে দেওয়া হচ্ছে বলে জানানো হয়। পরবর্তী সময়ে আরও বেশি সংখ্যক গাড়ি তুলে দেওয়া হবে বলে জানান অতিরিক্ত জেলাশাসক ইন্দ্রনীল ভট্টাচার্য। শুক্রবার উত্তর ২৪ পরগনা জেলাশাসকের কার্যালয় থেকে বৈদ্যুতিক গাড়ি বিভিন্ন পঞ্চায়েতের হাতে তুলে দেওয়ার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা পরিষদের সভাধিপতি বীনা মন্ডল বলেন, এই ধরনের সামাজিক কর্মসূচি জেলার পৌরসভা গুলিতে থাকলেও গ্রামীণ এলাকায় তার অভাব ছিল। গ্রামীণ এলাকাগুলি আরও বেশি পরিস্কার পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের এই উদ্যোগ সাধুবাদ যোগ্য। উপস্থিত জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ বলেন, রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটি পদক্ষেপ জনহিতকর। সেই লক্ষ্যে প্রত্যেকটি জেলাতে এই ধরনের সামাজিক কর্মসূচি রূপায়িত হচ্ছে। জেলাশাসক শরদকুমার দ্বিবেদীর নেতৃত্বে জেলা প্রশাসনের আধিকারিক এবং জনপ্রতিনিধিরা অত্যন্ত দায়িত্বের সঙ্গে কর্মক্রিয়া করে যাচ্ছেন। গ্রামীণ এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে ডেঙ্গু সহ নানা রকমের ব্যাধি দূরীকরণ সম্ভব বলেও তিনি বলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct