দেবাশীষ পাল, মালদা, আপনজন: শাশুড়ির ভাগের একটা রুটি খেয়ে ফেলেছিল পুত্রবধূ। তার জেরে নিজের পুত্রবধূকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল শাশুড়ি, ননদসহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার মিলকি হাসপাতাল মোড় এলাকার । গুরুতর জখম ওই গৃহবধূকে রাতেই চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। গুরুতর জখম ওই গৃহবধুর অবস্থা সংকট জনক বলে জানিয়েছেন কর্তব্য চিকিৎসকেরা । এব্যাপারে আক্রান্ত গৃহবধুর পরিবার শ্বশুর বাড়ির পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত গৃহবধূর নাম সুলেখা বিবি (২২) । ওই গৃহবধূ প্রতিদিনের মতো এদিন নিজের জন্য ভাত রান্না করেছিলেন এবং শাশুড়ির জন্য রুটি করেছিলেন। কিন্তু খিদার জ্বালায় ওই গৃহবধূ শাশুড়ির ভাগের একটি রুটি খেয়ে ফেলেন। তা দেখে নেয় এক ননদ । এরপরই বাড়ির গৃহবধূকে বেধড়ক মারধর করে শ্বশুরবাড়ির পাঁচজন মিলে । মারা হয় পেটে লাথিও । তাতেই গুরুতর জখম হয়ে পড়ে ওই গৃহবধূ। আক্রান্ত এই গৃহবধুর আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। তখনই আহত ওই মহিলাকে উদ্ধার করে মেডিকেল কলেজের চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct