নকীব উদ্দিন গাজী, আপনজন: একসময় সারকাশই ছিল বিনোদনের বড় জায়গা, একটু শীতকাল পড়লেই বিভিন্ন জায়গায় পড়তো তাবু আর সেখানে ৮ থেকে ৮০ প্রত্যেকের ভিড় জমত। কিন্তু সময়ের ব্যবধানে যত ডিজিটালাইজেশন হয়েছে ততই হারিয়ে গেছে এই সার্কাস এখন আর সার্কাসে দেখা মেলে না কোন জন্তুর ঘোড়া থেকে শুরু করে কোন পশুরই শুধু রয়েছে শরীরের কসরত, জিমনাস্টিক এর মধ্য দিয়েই মানুষের মন জয় করা। আর তাই আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে সেই বিভিন্ন নামিদামি সার্কাস। তবে ডায়মন্ডহারবার কলাগাছিয়ায় সেই সার্কাস কে বাঁচিয়ে রাখতেই এবার বসেছে ডায়মন্ড সার্কাস। যেখানে মনিপুর আফ্রিকা রাশিয়া বিভিন্ন জায়গার জিমন্যাস্টিক শিল্পীরা থাকলেও নেই কোন জন্তু জানোয়ার। শুধুমাত্র শরীরের কসরাতের মাধ্যমেই মানুষকে বিনোদন দিতে এখনো পর্যন্ত কিছু কিছু জায়গায় দেখা মেলে এই ধরনের সার্কাসের। তবে এইভাবে আর কতদিন চলবে তা নিয়ে সন্ধিহান রয়েছে সার্কাস শিল্পী থেকে সার্কাস মালিকেরা। এমনকি যে সমস্ত সরকার শিল্পীরা বর্তমানে মানুষের বিনোদন দিচ্ছে বংশপরম্পরায় তারা আর ভবিষ্যৎ প্রজন্মকে আনতে চায়না এই সার্কাসে।
বাবা মোহাম্মদ রফিক ও মা লায়লা বিবির হাত ধরে একসময় সার্কাসে ১০ বছর বয়সে পা রেখেছিল মোহাম্মদ রসিক। যেমন নাম কাজেও ঠিক তেমনি রসিক মানুষ। চোখের নিমিষেই জ্যান্ত সিং মাছ টপাটপ গিলে ফেলছেন মুখের মধ্যে আবার তা বেরও করে দেখাচ্ছেন। যামিনী আফ্রিকান থেকে শুরু করে একাধিক বড় বড় সার্কাসে খেলা দেখিয়েছেন তিনি বাবাও ছিলেন বড় ম্যাজিশিয়ান সেই বাবা-মার দেখাদেখি তিনিও এসেছিলেন সার্কাসে। একটা সময় মানুষের উপচে পড়া ভিড়ে খেলা দেখাতে দেখাতে হাঁপিয়ে পড়তেন তিনি কিন্তু আসতে আসতে ভেঙে পড়তে থাকে সেই সার্কাস আর তাতেই পেটের টান পড়ে এই সার্কাস শিল্পীদের আর তাই নিজের ছেলেকে এই সার্কাসে আর আনতে চান না মোঃ রসিক। তবে এখনো সার্কাস কে বাঁচিয়ে রাখতে দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীদেরকে নিয়েই ডায়মন্ড হারবার কলাগাছিয়ায় বসেছে ডায়মন্ড সার্কাস। আগামী দিনে যদি মানুষ এই সার্কাসে আসে তাহলে হয়তো মুনাফা মিলবে সার্কাস শিল্পীদের কিছুটা হলেও বাঁচবে তারা। আর তাই সার্কাস কে বাঁচাতে এখন সরকার শিল্পী থেকে শুরু করে মালিকদের দুই সরকারের কাছে একটাই আবেদন যদি কোন ভাবে ভাতার ব্যবস্থা করে দেয় তাহলে আগামী দিনে বাঁচতে পারে সার্কাস বাঁচতে পারে সার্কাস শিল্পী।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct