এম মেহেদী সানি, বনগাঁ, আপনজন: বনগাঁ সাব-ডিভিশন তৃণমূল মোটর ভ্যান পুলার ওয়ার্কার্স ইউনিয়ন-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শুক্রবার। বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র উদ্যোগে ওই সভায় উপস্থিত শ্রমিকদের মুখ থেকে সমস্যার কথা শোনেন বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ। ‘আইএনটিটিইউসি’র জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন মোটর চালিত, ব্যাটারী চালিত ও পায়ে টানা ভ্যান চালকদের নেতৃত্বরা তাদের সমস্যা, দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। এ বিষয়ে জেলা ‘আইএনটিটিইউসি’র সভাপতি নারায়ণ ঘোষ শ্রমিকদের সমস্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। নারায়ণ ঘোষ বলেন, ‘বনগাঁ সাব-ডিভিশন তৃণমূল মোটর ভ্যান পুলার ওয়ার্কার্স ইউনিয়ন-এর কোনো শ্রমিক না খেয়ে থাকবে না, আমরা সেই ব্যবস্থা করেছি, আমরা চাই আমাদের সমাজে তাঁরা গর্বের সঙ্গে বেঁচে থাকুন। রাজ্য সরকার সর্বদা শ্রমিকদের নিয়ে চিন্তা করেন, আগে শ্রমিকদের জন্য বিষয়ে বইতে শ্রমিকদের টাকা জমাতে হতো এখন বইটি খুললেই সরকার টাকা দিচ্ছেন, সকলকে এই আওতায় আসতে হবে’ বলেও শ্রমিকদের আহ্বান জানান। তিনি আরও বলেন, ‘আপনাদের ব্যক্তিগত পারিবারিক, আর্থিক কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানান, আমরা সমাধানের চেষ্টা করব।’ নারায়ণ ঘোষ বলেন বার্ষিক এই সভায় প্রচুর শ্রমিকদের জমায়েত হলেও মাধ্যমিক পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা শব্দ যন্ত্রের ব্যবহার করিনি। বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বক্তব্য রাখার সময় শ্রমিকদের সুবিধার্থে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করবার কথা জানান। এ দিনের বার্ষিক সভায় একটি বিশেষ কমিটি তৈরির নির্দেশ দেন জেলা নেতৃত্বরা। উপস্থিত বনগাঁ সাংগঠনিক জেলা ‘আইএনটিটিইউসি’র সহ-সভাপতি ইরফান তাহের শ্রমিক সংগঠনের সমস্ত সদস্যদের সংগঠনের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে অনুরোধ করেন। সংগঠন মজবুত করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সংগঠনের সাধারণ সম্পাদক নিত্য গোপাল দাস। এদিনের সভায় উপস্থিত ছিলেন জেলা ও শহর ‘আইএনটিটিইউসি’র নেতৃত্ব ও বনগাঁ মহকুমার বিভিন্ন মোটর ভ্যান ইউনিটের শ্রমিকরা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct